নওগাঁর সাপাহারে প্রেমের টানে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশের সময় আটক হয়েছেন এক ভারতীয় কিশোরী। বুধবার (২৮ মে) দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার বামনপাড়া বিওপি সীমান্তের ২৪৫/সি এস পিলার এলাকা দিয়ে তিনি বাংলাদেশে প্রবেশ করেন।
গজারিয়ার এসিল্যান্ড মামুন শরীফ বদলি,দুর্নীতির অভিযোগে চলছে তদন্ত
বিজিবি সদস্যরা কিশোরীকে আটক করে সাপাহার থানায় হস্তান্তর করে। এ ঘটনায় সীমান্ত আইন অনুযায়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
জানা গেছে, ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার বাবনগোলা থানার কাশেমপুর গ্রামের ১৬ বছর বয়সী ওই কিশোরীর সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় হয় সাপাহার উপজেলার ঘাসডাঙ্গা গ্রামের আফজালের ছেলে মাসুদের। পরবর্তীতে মাসুদ ভারতে কাজ করতে গেলে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে।
ঘটনার দিন প্রেমিক মাসুদের সঙ্গে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেন কিশোরী। তবে ভারতের বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া দিলে তারা বাংলাদেশে পালিয়ে আসেন। বিজিবির বামনপাড়া বিওপির সদস্যরা মাসুদকে ধরতে না পারলেও কিশোরীকে আটক করেন।
বিজিবি সূত্রে জানা গেছে, মেয়েটিকে ফেরত পাঠাতে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হলে তারা তাকে ভারতীয় নাগরিক হিসেবে স্বীকার করতে অস্বীকৃতি জানায়। পরে সন্ধ্যায় কিশোরীকে সাপাহার থানায় হস্তান্তর করা হয় এবং সীমান্ত আইনে মামলা দায়ের করা হয়।
সাপাহার থানায় কিশোরী জানান, তিনি ভারতের পাকুয়া কলেজে একাদশ শ্রেণিতে পড়াশোনা করেন এবং প্রেমের টানেই মাসুদের সঙ্গে বাংলাদেশে এসেছিলেন। তবে সীমান্ত পেরোনোর সময় মাসুদ তাকে একা ফেলে পালিয়ে যান।
দক্ষিণ কোরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত,চার নৌ-কর্মকর্তা নিহত
সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আজিজ জানান, কিশোরীকে থানায় হেফাজতে রাখা হয়েছে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
Leave a Reply