বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) আসতে পারে বড় পরিবর্তন। জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) পক্ষ থেকে বিসিবির নির্বাচনকালীন সভাপতি হিসেবে সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলকে দায়িত্ব নেয়ার প্রস্তাব দেয়া হয়েছিল, আর তিনি এখন সেই প্রস্তাবে সাড়া দিয়েছেন।
তিন দিন আগে ব্যক্তিগত কাজে দেশে আসা বুলবুল বুধবার রাতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের বাসায় এক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন। সেখানে উপস্থিত ছিলেন বর্তমান বিসিবি সভাপতি ফারুক আহমেদও। ওই বৈঠকে বুলবুল নিশ্চিত করেন, তিনি ৩-৪ মাসের জন্য দায়িত্ব নিতে প্রস্তুত।
বিএনপি এজেন্ট নয়,গণতন্ত্রের পক্ষে লড়ছে: সালাহউদ্দিন আহমদ
যদিও বুলবুল বর্তমানে আইসিসির ডেভেলপমেন্ট কমিটিতে কাজ করছেন, তবুও স্বল্পমেয়াদী এই দায়িত্ব পালনে তার কোনো বাধা নেই বলে জানিয়েছেন তিনি।
এদিকে, বর্তমান সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, তিনি নির্বাচনের আগ পর্যন্ত দায়িত্বে থাকতে চান এবং প্রয়োজনে নির্বাচনেও অংশ নেবেন না। তার প্রস্তাব অনুযায়ী গঠনতন্ত্র সংশোধন এবং প্রয়োজনে নির্বাচন এগিয়ে আনার দিকেও নজর দেয়া হচ্ছে।
এই ঈদে সিএমভি’র ব্যানারে বিশেষ নাটক‘চুপকথা’ও ‘মন মঞ্জিল’
সবশেষ খবর অনুযায়ী, এনএসসি থেকে বুলবুলকে প্রথমে বোর্ড পরিচালক এবং পরে নির্বাচনকালীন সভাপতি হিসেবে দায়িত্ব দেয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে এসব সিদ্ধান্ত আগামী শনিবারের বোর্ড সভায় আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হতে পারে।
প্রসঙ্গত, ২০২৩ সালের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষিতে ফারুক আহমেদ বিসিবি সভাপতির দায়িত্ব নেন। তার নেতৃত্বে নতুন কিছু মুখ বোর্ডে যুক্ত হন, যার মধ্যে নাজমুল আবেদীন ফাহিমও রয়েছেন।
Leave a Reply