স্থানীয় প্রকল্পের কর্তৃপক্ষের যেকোনো পাওনা এখন থেকে ডলারে পরিশোধের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (২৯ মে) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।
দক্ষিণ কোরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত,চার নৌ-কর্মকর্তা নিহত
প্রজ্ঞাপনে বলা হয়, দেশের সব অনুমোদিত ডিলার (এডি) ব্যাংক প্রয়োজনীয় শর্ত পূরণ সাপেক্ষে বিড বন্ড, পারফরমেন্স বন্ড ও গ্যারান্টির বিপরীতে স্থানীয় প্রকল্পের অধীন কর্তৃপক্ষকে ডলার ইস্যু করতে পারবে। তবে কোনো প্রকল্প বাতিল বা স্থগিত হলে, সে ক্ষেত্রে সংশ্লিষ্ট পাওনা টাকায় পরিশোধ করতে হবে।
এডি ব্যাংকগুলোকে টেন্ডার বা দরপত্রের সংশ্লিষ্ট নথিপত্র যাচাই করে আরটিজিএস (RTGS) পদ্ধতিতে পরিশোধ কার্যক্রম সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষ করে, স্থানীয় প্রতিষ্ঠান এবং বিদেশি অংশীদারের যৌথ উদ্যোগে গঠিত জয়েন্ট ভেঞ্চার বা সমবায় সমিতির পাওনা ডলারে পরিশোধ করতে হবে।
এছাড়া, ঈদ উপলক্ষে লেনদেন ব্যবস্থার নিরবচ্ছিন্নতা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট (PSD) আলাদা একটি বিজ্ঞপ্তি দিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঈদের সময় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সার্বক্ষণিক এটিএম, পয়েন্ট অব সেল (POS), কিউআর কোড, ইন্টারনেট ব্যাংকিং, অনলাইন পেমেন্ট গেটওয়ে এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (MFS) সেবা নিশ্চিত করতে হবে।
এটিএম বুথে যেন কোনো কারিগরি ত্রুটি না থাকে এবং পর্যাপ্ত অর্থ সরবরাহ নিশ্চিত করা হয়, সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। একই সঙ্গে সার্বক্ষণিক নিরাপত্তাকর্মী এবং ব্যাংক কর্মকর্তাদের বুথ পরিদর্শনের নির্দেশনাও দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
প্রেমের টানে বাংলাদেশে,সীমান্ত পেরিয়ে আটক ভারতীয় কিশোরী
পিওএস এবং কিউআর কোডভিত্তিক লেনদেনেও সার্বক্ষণিক সেবা নিশ্চিতে ব্যবস্থা নিতে বলা হয়েছে। পাশাপাশি, জালিয়াতি রোধে মার্চেন্ট ও গ্রাহকদের সচেতন করতে ব্যাংকগুলোকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
Leave a Reply