ফরিদপুরের নগরকান্দায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী ও সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী বৈশাখী ইসলাম বর্ষা (১৮)-কে সন্ত্রাসীরা রাস্তায় ফেলে মারধর করেছে। হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়েন।
টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ভয়াবহ অগ্নিকাণ্ড,হতাহতের খবর নেই
ঘটনাটি ঘটে শুক্রবার (৩০ মে) বিকেলে উপজেলার ভাবুকদিয়া এলাকায়। বর্ষাকে রাস্তায় ফেলে চুল ধরে টেনে হিঁচড়ে এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে একদল সন্ত্রাসী। ভুক্তভোগীর পরিবার জানায়, হামলাকারীদের মধ্যে স্থানীয় সেকেন গাজী, সোহাগ গাজীসহ ‘গাজী’ পরিবারের কয়েকজন সদস্য ছিলেন। একসময় তারা ফরিদপুর জেলা আওয়ামী লীগের নেতা অ্যাডভোকেট জামাল মিয়ার অনুসারী ছিলেন, তবে বর্তমানে বিএনপির নাম ব্যবহার করে এলাকায় সন্ত্রাসী কার্যকলাপে জড়িয়ে পড়েছেন বলে অভিযোগ উঠেছে।
জানা গেছে, বর্ষার ছোট বোনকে উত্যক্ত করার ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার পর বাড়ি ফেরার পথে বর্ষার ওপর এ হামলা চালানো হয়। পরে বর্ষা ফেসবুক লাইভে এসে ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়ে প্রশাসনের কাছে সহায়তা চান।
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জাপানের বৃত্তি ও প্রশিক্ষণ বৃদ্ধির অনুরোধ
ঘটনার খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে। তবে অভিযুক্তদের গ্রেপ্তারের সময় সেকেন গাজীর নেতৃত্বে একদল সন্ত্রাসী পুলিশের ওপর হামলা চালায়। এতে কনস্টেবল-ড্রাইভার হান্নু শরীফ গুরুতর আহত হন। তাকে তাৎক্ষণিকভাবে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Leave a Reply