পাবনার চাটমোহরে মাত্র পাঁচ মাস বয়সী এক কন্যাশিশুকে নদীতে ফেলে হত্যার হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। শনিবার (৩১ মে) সকালে উপজেলার গুনাইগাছা ইউনিয়নের জালেশ্বর দক্ষিণ শিবরামপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
মেঘনায় ট্রলারডুবি:১ জনের মৃত্যু,পুলিশ সদস্যসহ নিখোঁজ ৪
নিহত শিশুর নাম সোহাগী মণ্ডল। সে ওই গ্রামের কমল মণ্ডল ও শ্রাবন্তী মণ্ডল দম্পতির মেয়ে।
শিশুটির মা জানান, সকালে মেয়েকে ঘরের বারান্দায় শুইয়ে রেখে পাশের জায়ের বাড়িতে খড় আনতে গিয়েছিলেন। প্রায় আধাঘণ্টা পর ফিরে এসে দেখেন, বারান্দায় শিশুটি নেই। আশপাশে অনেক খোঁজাখুঁজি করেও মেয়েকে না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন।
একপর্যায়ে এক মহিলা জানান, তিনি নদীর দিকে এক ব্যক্তিকে একটি শিশুকে ফেলে দিতে দেখেছেন। এই সংবাদের ভিত্তিতে স্বজনরা ছুটে যান নদীতে এবং এক ঘণ্টা পর বড়াল নদীর পানিতে ভাসমান অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করেন।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। গুনাইগাছা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মওলা ঘটনাস্থলে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে দেখা করেন এবং হত্যাকারীকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সিলেটজুড়ে জলাবদ্ধতা,বন্যার আশঙ্কা
এ বিষয়ে চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
Leave a Reply