চার দিনের সফল রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শনিবার দিবাগত রাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। রাত ১২টা ১৫ মিনিটে তার ফ্লাইটটি ঢাকায় পৌঁছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং।
বাহুবলের ডুবাঐ বাজারে অবৈধ গরু-ছাগলের হাট, সরকার হারাচ্ছে রাজস্ব
সফরকালে অধ্যাপক ইউনূস জাপানে বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠকে অংশগ্রহণ করেন এবং বাংলাদেশ ও জাপানের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সফরের অন্যতম অর্জন হিসেবে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা এবং মানবসম্পদ উন্নয়ন সংক্রান্ত বেশ কিছু চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বিশেষ করে জাপানে বাংলাদেশি কর্মীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরির বিষয়ে আলোচনা হয়েছে।
নারায়ণগঞ্জে সিভিল সার্জনের কার্যালয়ের স্টোররুমে আগুন
গত ২৭ মে (মঙ্গলবার) চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন প্রধান উপদেষ্টা। সফরকালে তিনি জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন, যেখানে দুই দেশের মধ্যে ছয়টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
এছাড়াও জাপান সরকারের পক্ষ থেকে বাংলাদেশকে বাজেট সহায়তা এবং রেলপথ উন্নয়নের জন্য ১.০৬৩ বিলিয়ন মার্কিন ডলার সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে।
Leave a Reply