নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জনের কার্যালয়ের স্টোররুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৩১ মে) বিকেলে হঠাৎ বজ্রপাতের পর আগুন লাগলে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
মির্জাপুরে প্রবাসীর মাইক্রোবাসে ডাকাতি,গুলিতে আহত পুলিশ রেকারচালক
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বৃষ্টির সময় বজ্রপাতের পরপরই স্টোররুমে আগুন ধরে যায়। তখন অফিসে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ্ আল আরেফীন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বজ্রপাতজনিত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে কিছু সিরিঞ্জসহ বেশ কিছু চিকিৎসা সামগ্রী পুড়ে গেছে। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে।
বাহুবলের ডুবাঐ বাজারে অবৈধ গরু-ছাগলের হাট, সরকার হারাচ্ছে রাজস্ব
নারায়ণগঞ্জের সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমান বলেন, আগুন লাগার পর তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে জানানো হলে তারা দ্রুত এসে আগুন নিভিয়ে ফেলে। সৌভাগ্যবশত এ ঘটনায় কেউ হতাহত হননি।
Leave a Reply