শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে শিবালয় উপজেলা মৎস্যজীবী দলের উদ্যোগে আলোচনা সভা ও এতিমদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগে রাইড শেয়ার চালক গ্রেপ্তার
সোমবার দুপুরে উপজেলার চারিপাড়া খালিদ বিন ওয়ালিদ মাদ্রাসায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শিবালয় উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম দিদার।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবালয় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান লিটন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. নাসির উদ্দিন, উলাইল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মান্নান, উপজেলা যুবদলের আহ্বায়ক হোসেন আলী ও যুগ্ম আহ্বায়ক মো. ফরিদুজ্জামান।
এছাড়া আরও উপস্থিত ছিলেন যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম সূর্য, সাংগঠনিক সম্পাদক মো. সামীম মোল্লা, প্রচার সম্পাদক মো. রুপচান দেওয়ান, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. সাত্তার মোল্লা, সহ-সাংগঠনিক সম্পাদক মো. রাসেদ উদ্দিন, কোষাধ্যক্ষ মো. জুলহাস মিয়া এবং যুবদল নেতা মো. শাহাদত।
একজন পেশাদার সাংবাদিকের আদর্শ বৈশিষ্ট্য—সত্য অনুসন্ধানে আপসহীনতা
বক্তারা শহীদ রাষ্ট্রপতির জীবন, রাজনৈতিক দর্শন এবং দেশের প্রতি তার অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন।
Leave a Reply