পবিত্র ঈদুল আজহার ছুটিতে ঘরমুখো মানুষের ঢলে মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের পাটুরিয়া ফেরিঘাটে যাত্রী পারাপারে চরম ভিড় দেখা দিয়েছে। অতিরিক্ত যাত্রীর চাপে ফেরিতে লোড-আনলোড কার্যক্রম ব্যাহত হওয়ায় তৈরি হয়েছে যানবাহনের দীর্ঘ সারি, ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা।
খালেদা জিয়া গ্রহণ করেননি”কালো মানিক”কোরবানির নির্দেশ নিজ এলাকায়
আজ বৃহস্পতিবার (৫ জুন) দুপুর ৩টার পর থেকে বাড়ি ফেরা মানুষের চাপ বাড়তে থাকলে ফেরিঘাটে এ পরিস্থিতির সৃষ্টি হয়।
সরেজমিনে পাটুরিয়ার ৩ নম্বর ফেরিঘাটের পল্টুন এলাকা, লঞ্চঘাট, ৫ নম্বর ফেরিঘাট ও আরসিএল মোড় এলাকা ঘুরে দেখা গেছে, ঘাটের প্রতিটি অংশ যাত্রীদের চাপে উপচে পড়ছে—তিল ধারণের ঠাঁই নেই। অধিকাংশ ফেরি যানবাহন না নিয়েই কেবল যাত্রী নিয়ে দৌলতদিয়ার দিকে রওনা দিচ্ছে। ফলে দৌলতদিয়া থেকে পাটুরিয়া ঘাটে আসা ফেরিগুলোও যাত্রীদের চাপে যানবাহন নামাতে পারছে না।
ফলে ৩ নম্বর ঘাট থেকে আরসিএল মোড় পর্যন্ত যাত্রীবাহী বাস এবং ৫ নম্বর ঘাট থেকে আরসিএল মোড় পর্যন্ত ব্যক্তিগত প্রাইভেটকার, মাইক্রোবাস, অ্যাম্বুলেন্স ও কাঁচামালবাহী ট্রাকের দীর্ঘ সারি তৈরি হয়েছে। ঘণ্টার পর ঘণ্টা পারের অপেক্ষায় থেকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রী ও চালকদের।
এমন একই চিত্র দেখা গেছে পাটুরিয়া লঞ্চঘাট, আরিচা ফেরিঘাট এবং স্পিডবোট ঘাট এলাকাতেও।
গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দম্পতির মৃত্যু
এ বিষয়ে পাটুরিয়া ফেরিঘাটের এজিএম মো. সালাম হোসেন জানান, “ফেরিঘাটের পল্টুনে যাত্রীদের প্রচণ্ড ভিড় দেখা দিয়েছে, কোথাও এক চুল জায়গা নেই। যাত্রীর অতিরিক্ত চাপে অনেক ফেরি বাধ্য হয়ে যানবাহন না নিয়েই কেবল যাত্রী পরিবহন করছে। এতে লোড-আনলোড কার্যক্রম প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছে এবং এর ফলেই যানজটে পড়েছে ঘাট এলাকা। তবে দ্রুত এর সমাধানের চেষ্টা চলছে।”
উল্লেখ্য, এবারের ঈদে যাত্রী ও যানবাহন পারাপারের জন্য পাটুরিয়া ঘাটে ১৭টি ফেরি, ১৮টি লঞ্চ এবং আরিচা ঘাটে ৫টি ফেরি, ১৫টি লঞ্চ ও শতাধিক স্পিডবোট চলাচল করছে।
Leave a Reply