মানিকগঞ্জের শিবালয় উপজেলায় ঈদ যাত্রায় ঘরমুখো মানুষের ভিড় বাড়তে থাকায় ঘাট এলাকায় পরিবহন শৃঙ্খলা বজায় রাখতে অভিযান চালায় উপজেলা প্রশাসন। গত কয়েকদিনে আরিচা ও পাটুরিয়া ঘাট এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৫টি বাসকে মোট ২৫ হাজার টাকা এবং একটি লঞ্চকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শিবালয় উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, যাত্রী পরিবহনের ক্ষেত্রে অতিরিক্ত ভাড়া আদায়, ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন ও নিরাপত্তা বিধিনিষেধ লঙ্ঘনের অভিযোগে এসব জরিমানা করা হয়। ঈদ উপলক্ষে ঘাটে যাত্রী চাপ বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত নজরদারি ও অভিযান চালানো হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: জাকির হোসেন জানান, “যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে। যেকোনো অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
উল্লেখ্য, ঈদুল আজহা উপলক্ষে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের হাজারো মানুষ রাজধানীসহ বিভিন্ন স্থান থেকে ফেরি ও বাসযোগে বাড়ি ফিরছেন। এতে করে ঘাট এলাকাগুলোতে যাত্রীদের ভিড় বাড়ার পাশাপাশি যানবাহনের চাপও বৃদ্ধি পেয়েছে।
Leave a Reply