জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাতে অংশ নিয়ে দেশের শান্তি, স্থিতি ও কল্যাণ কামনায় সবার কাছে দোয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দম্পতির মৃত্যু
শনিবার (৭ জুন) ঈদের নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি বলেন, “সবাইকে ঈদ মোবারক। দেশ ও জাতির মঙ্গলের জন্য সকলে দোয়া করবেন।”
এই প্রধান জামাতে অংশ নেন প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ, উপদেষ্টা পরিষদের সদস্যরা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং ঢাকায় নিযুক্ত মুসলিম দেশের কূটনীতিকবৃন্দসহ হাজারো ধর্মপ্রাণ মুসল্লি।
যাত্রীর চাপে লোড-আনলোড ব্যাহত,যানবাহনের দীর্ঘ সারি,চরম ভোগান্তি
এবারের ঈদের প্রধান জামাতে ইমামতি ও খুতবা পাঠ করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব, প্রখ্যাত ইসলামি আইনবিদ ও হাদিস বিশারদ মুফতি মোহাম্মদ আবদুল মালেক। খুতবার আগে তিনি দেশ ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ মোনাজাত করেন।
ভোর থেকেই জাতীয় ঈদগাহ ময়দানে মুসল্লিদের ঢল নামে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ঈদগাহ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। সারি সারি কাতারে পূর্ণ হয় গোটা মাঠ।
ঈদের ছায়ায় দীর্ঘশ্বাস
প্রধান জামাতের আয়োজন করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সংস্থাটির তথ্য অনুযায়ী, প্রায় ২৫ হাজার ৪০০ বর্গমিটার আয়তনের মূল প্যান্ডেলে একসঙ্গে ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায় করেন। নারী মুসল্লিদের জন্যও ছিল আলাদা ব্যবস্থা। অনেক শিশুও বাবা-মায়ের সঙ্গে জামাতে অংশ নেয়, পুরো মাঠজুড়ে ছিল এক উৎসবমুখর পরিবেশ।
ঈদ জামাত সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সদস্যরা সর্বক্ষণ দায়িত্ব পালন করেন।
Leave a Reply