ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত শাকিব খান অভিনীত ও রায়হান রাফী পরিচালিত বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘তাণ্ডব’ প্রেক্ষাগৃহে দারুণ সাড়া ফেলেছে। মুক্তির প্রথম দিন থেকেই দেশের সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্সগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে।
আজকের যুগে কন্টেন্টই ক্ষমতা: ভাইরাল হওয়ার ৭টি গোপন টেকনিক
দেশব্যাপী ১৩৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া এই সিনেমাটি ঈদের তিন দিনেই মাল্টিপ্লেক্স থেকে আয় করেছে প্রায় ১ কোটি ৮৫ লাখ টাকা। সংশ্লিষ্টদের ধারণা, চতুর্থ দিনেই এই আয় ২ কোটি টাকা ছাড়িয়ে যাবে।
প্রথম দিনে মাল্টিপ্লেক্সে ২৮টি শো থেকে আয় হয় প্রায় ৩৬ লাখ ৭৪ হাজার টাকা। দ্বিতীয় দিনে শোয়ের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৮১টিতে, আয় হয় প্রায় ৭৪ লাখ টাকা। তৃতীয় দিনেও ছিল চমক—টিকিট বিক্রি হয়েছে প্রায় ৭৫ লাখ টাকার।
স্টার সিনেপ্লেক্সে তিন দিনে ১০৬টি শো হাউসফুল গেছে, যা এককভাবে নতুন রেকর্ড। দর্শকের আগ্রহ এতটাই প্রবল যে, অনেকেই টিকিট না পেয়ে হতাশ হয়ে হলে প্রবেশ করতে পারেননি।
শুধু মাল্টিপ্লেক্সই নয়, দেশের সিঙ্গেল স্ক্রিনগুলোতেও ‘তাণ্ডব’ দারুণ সাড়া ফেলছে। সর্বোচ্চ রেন্টালে মুক্তি পাওয়া এই সিনেমাটি ইতোমধ্যেই বাণিজ্যিক সফলতার নতুন ইতিহাস গড়ছে।
পরিচালক রায়হান রাফী বলেন, “এই রকম সাড়া আমি কল্পনাও করিনি। সবচেয়ে বড় ব্যাপার, দর্শক সিনেমা দেখতে দেখতে এক মুহূর্তের জন্যও চোখ সরাতে পারছে না।”
প্রযোজক শাহরিয়ার শাকিল জানান, “যেভাবে দর্শক সাড়া দিচ্ছে, তাতে ‘তাণ্ডব’ ইতিহাসের অন্যতম সর্বোচ্চ সংখ্যক শোয়ের সিনেমা হয়ে উঠবে।”
চার দিনের ছুটি শেষে আখাউড়া স্থলবন্দরে পুনরায় আমদানি-রপ্তানি শুরু
উল্লেখ্য, ‘তাণ্ডব’ রায়হান রাফীর সপ্তম চলচ্চিত্র এবং শাকিব খানের সঙ্গে তার দ্বিতীয় কাজ। এতে আরও অভিনয় করেছেন জয়া আহসান, সিয়াম আহমেদ, আফরান নিশো, আফজাল হোসেন, সাবিলা নূর, রোজী সিদ্দিকী, ফজলুর রহমান বাবু, কাজী রাকায়েতসহ অনেকে।
Leave a Reply