পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে চার দিন বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শসা চুরি নিয়ে সংঘর্ষ,আহত শতাধিক
মঙ্গলবার (১০ জুন) সকাল ১০টার দিকে বরফকৃত মাছ রপ্তানির মাধ্যমে বন্দরের বাণিজ্যিক কার্যক্রম আবারও সচল হয়। বিষয়টি নিশ্চিত করেন আখাউড়া স্থলবন্দরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান।
তিনি জানান, সকালে ৯টি ট্রাকে করে প্রায় ৪৮ টন বরফকৃত মাছ রপ্তানি করা হয়। একইসঙ্গে ৪টি ট্রাকে করে প্রায় ৮৩ টন আটা ও ময়দা ভারতের ত্রিপুরায় পাঠানো হয়েছে। ছুটি শেষে বন্দরের কার্যক্রম স্বাভাবিকভাবে চালু হয়েছে।
আখাউড়া স্থলবন্দরের মাছ রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়া বলেন, “সকালে মাছ রপ্তানির মধ্য দিয়ে বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়েছে। পরে একে একে অন্যান্য পণ্যও ভারতে রপ্তানি হয়।”
উল্লেখ্য, ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী ঈদুল আজহা উপলক্ষে আখাউড়া স্থলবন্দরে চার দিনের ছুটি ঘোষণা করা হয়েছিল। এ সময় আমদানি-রপ্তানিসহ সকল ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ ছিল। তবে ইমিগ্রেশন চেকপোস্ট চালু থাকায় পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক ছিল।
আজকের যুগে কন্টেন্টই ক্ষমতা: ভাইরাল হওয়ার ৭টি গোপন টেকনিক
উল্লেখযোগ্য যে, আখাউড়া দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানিমুখী স্থলবন্দর। প্রতিদিন এই বন্দর দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যসহ সাতটি উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যে প্রায় দেড় লাখ মার্কিন ডলারের সমপরিমাণ বরফকৃত মাছ, সিমেন্ট, পাথর ও ভোজ্যতেল রপ্তানি হয়ে থাকে।
Leave a Reply