সম্প্রতি পেহেলগাম হামলার ফলে ভারত-পাকিস্তান সম্পর্ক আরও তীব্র হয়েছে। এই রাজনৈতিক উত্তেজনার মাঝেই বিনোদন দুনিয়ায় একটি নতুন বিতর্ক ছড়িয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির এবং বলিউড তারকা দিলজিত দোসাঞ্জের ঘনিষ্ঠ মুহূর্তের একটি ভিডিও, যা ‘সর্দার ৩’ সিনেমার শুটিং সেট থেকে ধারণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
নৈসর্গিক সৌন্দর্যে ঘেরা পার্বত্য জেলা খাগড়াছড়ি পর্যটকদের কলরবে মুখরিত
ভিডিওটি ভাইরাল হবার পর থেকেই নেটিজেনদের মধ্যে জোর আলোচনা শুরু হয়েছে। অনেকের মতে, শুধুমাত্র পর্দার Chemistry নয়, বাস্তবেও এই দুই তারকার মধ্যে সম্পর্ক গভীর হতে পারে। তবে বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন হানিয়া আমিরের পাকিস্তানি পরিচয়। ভারতের একাংশ ব্যবহারকারী প্রশ্ন তুলছেন, “সন্ত্রাসবাদে অভিযোগপ্রাপ্ত দেশের অভিনেত্রীকে কেন বলিউডে কাজ দেওয়া হচ্ছে?” এমনকি বয়কট আন্দোলন শুরু করেছেন কেউ কেউ।
দিলজিত দোসাঞ্জ এখনও এই বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি। তবে তার ইনস্টাগ্রাম পোস্টে সহ-অভিনেত্রী নীরু বাজওয়ারের পেছনে দাঁড়ানো এক তরুণীকে হানিয়া আমির হিসেবে চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি, কিছু ব্যবহারকারী দিলজিতের টি-শার্টে হানিয়ার মুখও দেখেছেন বলে দাবি করছেন।
বর্তমানে বলিউডে পাকিস্তানি শিল্পীদের কাজের ওপর নিষেধাজ্ঞা জারি রয়েছে। পুলওয়ামা হামলার পর ভারতীয় সিনেমা সংগঠনগুলোর সিদ্ধান্তে পাকিস্তানি তারকারা বলিউডে কাজ পাচ্ছেন না। এই পরিস্থিতিতে ‘সর্দার ৩’ সিনেমার মুক্তি (২৭ জুন নির্ধারিত) নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে, বিশেষ করে যদি হানিয়া আমির ছবির প্রধান চরিত্রে থাকেন।
পবিত্র ঈদুল আজহার ছুটির মাঝামাঝি সময় কর্মজীবী মানুষ ধীরে ধীরে রাজধানীতে ফিরছেন
অন্যদিকে, পেহেলগাম হামলার পর ভারতের বেশ কয়েকটি সামাজিক মাধ্যম থেকে হানিয়া আমির, মাহিরা খান, আলি জাফর, সজল আলিসহ বহু পাকিস্তানি তারকার অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে। এর ফলে সম্পর্কের জটিলতা আরও বাড়ছে।
এ পর্যন্ত দিলজিত দোসাঞ্জ বা ‘সর্দার ৩’ প্রযোজনা সংস্থার পক্ষ থেকে এই বিতর্কের ওপর আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি।
Leave a Reply