পাবনার ভাঙ্গুড়া উপজেলার চন্ডিপুরে গনি মোল্লা (৬০) নামে এক মসজিদের ইমামকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে রোববার গভীর রাতে তাকে কুপিয়ে গুরুতর আহত করা হয়।
পবিত্র ঈদুল আজহার ছুটির মাঝামাঝি সময় কর্মজীবী মানুষ ধীরে ধীরে রাজধানীতে ফিরছেন
নিহত গনি মোল্লা উপজেলার খানমরিচ ইউনিয়নের চন্ডিপুর সিকেবি আলিম মাদ্রাসার নৈশপ্রহরী এবং কাজীপাড়া জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, কাজীপাড়া এলাকার মৃত বদরুজ্জামানের ছেলে শাহাদত হোসেন মোবাইল ফোনে ময়মনসিংহের এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। রোববার রাতে শাহাদত ও তার দুলাভাই ইয়াসিন আলী ওই তরুণীকে চন্ডিপুরে নিয়ে এসে সিকেবি আলিম মাদ্রাসায় গনি মোল্লার কাছে হাজির হন এবং তাকে ওই তরুণীর সঙ্গে শাহাদতের বিয়ে পড়ানোর অনুরোধ করেন।
তবে শাহাদতের আগে থেকেই স্ত্রী ও সন্তান থাকার কারণে ইমাম গনি মোল্লা বিয়ে পড়াতে অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে শাহাদত ও ইয়াসিন আলী মিলে গনি মোল্লাকে দা দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।
এক কিশোর তাৎক্ষণিকভাবে ঘটনাটি স্থানীয়দের জানালে তারা গনি মোল্লাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে দুই দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে মঙ্গলবার সকালে তিনি মারা যান।
গনি মোল্লার মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে উত্তেজিত জনতা শাহাদত হোসেনের বাড়ি ঘরে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাট চালায়।
পেহেলগাম হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্ক উত্তপ্ত,বলিউডে বিতর্কে জড়ালেন হানিয়া আমির ও দিলজিত দোসাঞ্জ
ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
Leave a Reply