সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের প্রাণনাথপুর গ্রামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করেছে যৌথবাহিনী। মঙ্গলবার (১০ জুন) সিরাজগঞ্জ সেনা ক্যাম্প সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
মেসি না থাকলেও একই ছন্দে খেলছে আর্জেন্টিনা:স্কালোনি
এর আগে সোমবার (৯ জুন) গভীর রাতে ১১ পদাতিক ডিভিশনের নেতৃত্বে যৌথবাহিনী গ্রামটিতে অভিযান চালায়। অভিযানের আগে থেকেই গ্রামের সব পুরুষ সদস্য পালিয়ে যায়। পরে গ্রামের বিভিন্ন স্থানে পরিত্যক্ত অবস্থায় প্রায় ৩০টি ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
সেনা ক্যাম্প সূত্র জানায়, গত রোববার (৮ জুন) প্রাণনাথপুর গ্রামের ফকির গোষ্ঠীর কয়েকজন ব্যক্তি ব্যক্তিগত আক্রোশের জেরে সাধারণ মানুষের ওপর দেশীয় অস্ত্র নিয়ে সন্ত্রাসী হামলা চালায়। তারা গ্রামের আটটি বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়ে অন্তত সাতজনকে মারধর করে আহত করে। এ ঘটনায় ভুক্তভোগীরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
জিডির ভিত্তিতে যৌথবাহিনী অভিযান চালালে গ্রামের পুরুষরা আগেই এলাকা ছেড়ে পালিয়ে যায়। পালানোর সময় কিছু অস্ত্র তারা সঙ্গে নিয়ে গেলেও, বাকি অস্ত্র পরিত্যক্ত অবস্থায় ফেলে যায়।
কৃত্রিম রক্তের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করলো জাপান,সফল হলে ঘটবে চিকিৎসাক্ষেত্রে বিপ্লব
শাহজাদপুর থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব হোসেন জানান, অভিযানে উদ্ধার হওয়া দেশীয় অস্ত্র থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়াও শুরু হয়েছে।
Leave a Reply