ইলিশের প্রজনন এবং সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় সরকারের ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে বুধবার (১১ জুন) রাত ১২টায়। দীর্ঘদিনের অপেক্ষার পর ফের সমুদ্রে মাছ ধরতে প্রস্তুত উপকূলীয় জেলেরা। নীল জলরাশির বুকে তারা এবার যাত্রা করবেন একরাশ স্বপ্ন, কিছুটা শঙ্কা এবং অনেকটা প্রত্যাশা নিয়ে।
যুক্তরাজ্যসহ পাঁচ দেশের নিষেধাজ্ঞার মুখে দুই ইসরায়েলি মন্ত্রী
সরেজমিনে ঘুরে দেখা গেছে, পটুয়াখালীর আলীপুর ও মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রগুলোতে ফিরে এসেছে কর্মচাঞ্চল্য। ট্রলার পরিষ্কার, জাল সেলাই, ইঞ্জিন মেরামত, বরফ ও খাবার সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন জেলেরা। সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছেন তারা।
২০১৫ সাল থেকে প্রতিবছর ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিনের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করছিল সরকার। তবে প্রতিবেশী ভারতের সঙ্গে সময়ের সামঞ্জস্যতা ও জেলেদের দাবির পরিপ্রেক্ষিতে এবার সময় পরিবর্তন করে ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন নির্ধারণ করা হয়।
নিষেধাজ্ঞার সময়ে সমুদ্র ও উপকূলীয় এলাকায় মাছ ধরা, পরিবহন, সংরক্ষণ ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। কোস্টগার্ড, নৌ-পুলিশ, স্থানীয় প্রশাসন ও মৎস্য বিভাগ যৌথভাবে অভিযান পরিচালনা করে নিষেধাজ্ঞা কার্যকর করে। নিয়ম ভাঙার দায়ে অনেককে কারাদণ্ড ও জরিমানাও করা হয়েছে।
তবে অভিযোগ রয়েছে, নিষেধাজ্ঞার সময় অনেক প্রকৃত জেলে সরকারি প্রণোদনার চাল পাননি।
আলীপুর বন্দরের জেলে কাদের পহলান বলেন, “১০ বছর ধরে সমুদ্রে যাই, কিন্তু এখনো প্রণোদনার তালিকায় আমার নাম নেই। অথচ অনেক অজেলে চাল পেয়েছে। আমরা চাই প্রকৃত জেলেদের তালিকাভুক্ত করা হোক।”
আরেক জেলে মান্নান বলেন, “৫৮ দিন ধারদেনা করে চলেছি। সরকারের দেওয়া চালে সংসার চলেনি। এবার সমুদ্রে গিয়েও যদি ইলিশ না পাই, তাহলে বিপদ আরও বাড়বে।”
মহিপুর মৎস্য আড়তদার মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি রাজু আহমেদ রাজা মিয়া বলেন, “জেলেরা নিষেধাজ্ঞা যথাযথভাবে মেনে চলেছে। আশা করছি, এবার মাছের সরবরাহ বাড়বে। এতে বাজারে ইলিশসহ অন্যান্য সামুদ্রিক মাছের দাম কিছুটা কমবে এবং ব্যবসাও জমে উঠবে।”
বাংলাদেশের রাজনৈতিক সংস্কারে সহায়তা দিতে আগ্রহী কমনওয়েলথ:মহাসচিব বোচওয়ে
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, “নিষেধাজ্ঞার মূল উদ্দেশ্য ছিল ইলিশের উৎপাদন ও সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষা। আমরা সফলভাবে তা বাস্তবায়ন করেছি। জেলেরা সরাসরি এর সুফল পাবে। প্রণোদনার পাশাপাশি আর্থিক সহায়তার বিষয়েও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।”
Leave a Reply