ভারতের হরিয়ানার ফরিদাবাদে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। চার শিশুসন্তানকে সঙ্গে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন এক ব্যক্তি। নিহতদের মধ্যে রয়েছে ওই ব্যক্তি ও তার চার শিশু সন্তান।
ফিরছে ‘পয়েন্ট অব অর্ডার’,রাজনীতির মুখোমুখি হবেন আবারও কাজী জেসিন
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, মঙ্গলবার দুপুর ১২টা ৫৫ মিনিটে শহরের একটি ফ্লাইওভারের নিচে রেললাইনের পাশে প্রায় এক ঘণ্টা ধরে দাঁড়িয়ে ছিলেন মনোজ মাহাতো (৪৫)। তার সঙ্গে ছিলেন তার চার সন্তান—পবন (১০), কারু (৯), মুরলি (৫) এবং ছোটু (৩)। প্রথমে সবকিছু স্বাভাবিক মনে হলেও ট্রেন আসার সময় হঠাৎই তিনি চার শিশুকে নিয়ে লাইনের ওপর দাঁড়িয়ে পড়েন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রেনটি আসতে দেখেই তারা চিৎকার শুরু করেন। শিশুরাও বাবার হাত ছাড়ানোর চেষ্টা করছিল, কিন্তু মাহাতো তাদের শক্ত করে ধরে রেখেছিলেন। ট্রেনচালক বারবার হুইসেল দিয়ে সতর্ক করলেও মাহাতো সরে যাননি। এক মুহূর্তের মধ্যে গোল্ডেন টেম্পল এক্সপ্রেস ট্রেনটি পাঁচজনকেই চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় সবার।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশগুলো উদ্ধার করে এবং তদন্ত শুরু করে। মাহাতোর পকেট থেকে একটি চিরকুট পাওয়া যায়, যেখানে তার স্ত্রীর ফোন নম্বর লেখা ছিল।
জানা গেছে, বিহারের বাসিন্দা মনোজ মাহাতো সম্প্রতি স্ত্রীর সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে ভুগছিলেন। স্ত্রী প্রিয়ার বিরুদ্ধে অবিশ্বস্ততার অভিযোগ তুলে প্রায়ই ঝগড়া করতেন তিনি। ঘটনার দিন সকালে এক তীব্র ঝগড়ার পর তিনি বলেন, সন্তানদের পার্কে নিয়ে যাচ্ছেন। পরে শিশুদের চিপস ও কোমল পানীয় কিনে খাওয়ান এবং রেললাইনের দিকে নিয়ে যান।
সরকার পতনের আগেই আত্মীয়দের ‘বিশেষ বার্তা’দিয়েছিলেন শেখ হাসিনা
রেলওয়ে পুলিশ অফিসার রাজপাল বলেন, “মনোজ মাহাতো তার স্ত্রীর ওপর অবিশ্বাসে ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, সেটিই তাকে এই চরম সিদ্ধান্তে পৌঁছাতে প্ররোচিত করেছে।”
সংবাদ পেয়ে স্ত্রী প্রিয়াকে ঘটনাস্থলে আনা হলে, সন্তানদের মরদেহ দেখে তিনি জ্ঞান হারান।
Leave a Reply