দীর্ঘ প্রায় পনেরো বছর পর আবারও টেলিভিশনের পর্দায় ফিরছে বাংলাদেশের প্রথম রাজনৈতিক টকশো ‘পয়েন্ট অব অর্ডার’। সঞ্চালনায় থাকছেন দেশের অন্যতম সাহসী সাংবাদিক কাজী জেসিন। অনুষ্ঠানটি প্রচারিত হবে বাংলাভিশনে, প্রতি শনিবার থেকে মঙ্গলবার, রাত ১১টা ৩০ মিনিটে।
যুক্তরাষ্ট্রে কারফিউ ভেঙে বিক্ষোভ,উত্তপ্ত লস অ্যাঞ্জেলেস
এক সময় দেশে মতপ্রকাশের স্বাধীনতা যখন সংকুচিত হচ্ছিল, তখন টেলিভিশনের পর্দায় দাঁড়িয়ে প্রথমবারের মতো ক্ষমতাসীনদের জবাবদিহির মুখোমুখি করেন কাজী জেসিন। তার সঞ্চালিত ‘পয়েন্ট অব অর্ডার’ ছিল বাংলাদেশে রাজনৈতিক বিশ্লেষণের ধারায় এক অনন্য সংযোজন, যা শেখ হাসিনা সরকারের সময় রাজনৈতিক চাপ, রাষ্ট্রীয় হুমকি ও সেন্সরশিপের কারণে বন্ধ হয়ে যায়।
অনুষ্ঠানটি বন্ধ হওয়ার স্মৃতিচারণ করে কাজী জেসিন বলেন, “এই শোটির সঙ্গে জড়িয়ে আছে আমার নিপীড়নের গল্প। শুধু সাংবাদিকতার নীতিতে আপস না করায় হারিয়েছি কর্মময় জীবনের একটি যুগ। ‘পয়েন্ট অব অর্ডার’ কোনো সাধারণ রাজনৈতিক টকশো নয়—এটি ছিল অন্যায়, অনিয়ম, দুর্নীতি ও নিপীড়নের বিরুদ্ধে এক প্রতিবাদের স্মারক।”
রাজবাড়ীর কালুখালীতে চন্দনা নদী থেকে অটোচালকের মরদেহ উদ্ধার
নতুন করে শুরু হওয়া এই সংস্করণটি আগের চেয়েও বেশি জনমুখী হবে বলে জানান তিনি। “এবার আমরা চাই সাধারণ মানুষের প্রশ্নের জায়গা করে দিতে। সংকট নিয়ে আরও খোলাখুলি কথা বলব। ‘পয়েন্ট অব অর্ডার’ ফিরছে মানুষের প্রশ্নের অধিকারকে প্রতিষ্ঠিত করতে, অন্যায়ের বিরুদ্ধে কণ্ঠস্বর জাগিয়ে রাখতে,” বলেন কাজী জেসিন।
Leave a Reply