মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে। ইরান জানিয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে তাদের পাল্টা হামলা এখনো থামছে না এবং ভবিষ্যতে তা আরও তীব্র ও যন্ত্রণাদায়ক হবে। ইরানের জ্যেষ্ঠ এক সামরিক কর্মকর্তার বরাতে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা ফারস এ তথ্য জানিয়েছে।
তেহরানে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৬০,আহত শতাধিক
আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, “গতরাতের সীমিত পদক্ষেপে সংঘাতের সমাপ্তি নয়। ইরানের হামলা অব্যাহত থাকবে এবং তা আক্রমণকারীদের জন্য উদ্বেগ ও ভোগান্তির কারণ হবে।”
শুক্রবার (১৩ জুন) ভোররাতে ইরানে বড় ধরনের বিমান হামলা চালায় ইসরায়েল। এর জবাবে শনিবার (১৪ জুন) ভোররাতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। রাতভর দুই পক্ষই একে অপরের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চালায়।
এই সংঘাতে ইরানের পক্ষের বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর প্রকাশ হয়েছে। ইরানের বিপ্লবী গার্ডের প্রধান জেনারেল হোসেইন সালামি এবং সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ বাঘেরির মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।
জবাবস্বরূপ, ইরান তেল আবিবে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে অন্তত ৮০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ৩ জন পরবর্তীতে মারা যান বলে জানিয়েছে ইসরায়েলের জরুরি সেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম। আরও অনেকে গুরুতর আহত এবং অনেকে আতঙ্কে মানসিকভাবে বিপর্যস্ত বলে জানা গেছে।
ইরানি গণমাধ্যমের দাবি, ওই রাতে শত শত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে, যদিও ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলছে, এই সংখ্যা ১০০টিরও কম। তারা জানিয়েছে, রাতভর চারটি আলাদা হামলায় ডজন ডজন ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয়েছে, তবে নির্দিষ্ট সংখ্যা প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছে।
ইরানের ছোড়া কয়েকটি ক্ষেপণাস্ত্র মধ্য ইসরায়েলের বিভিন্ন স্থানে আঘাত হানে। তেল আবিবে বড় বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং বিভিন্ন এলাকা থেকে ধোঁয়ার কুন্ডলী উঠতে দেখা যায়।
বান্দরবানে পর্যটক নিহত: ‘ট্যুর এক্সপার্ট’ গ্রুপের অ্যাডমিন বর্ষা ইসলাম গ্রেপ্তার
এই সংঘর্ষে মধ্যপ্রাচ্যজুড়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, এই সংঘাত আরও বিস্তার লাভ করতে পারে – যার প্রভাব আঞ্চলিক নিরাপত্তার বাইরে গিয়ে আন্তর্জাতিক পরিসরেও পড়তে পারে।
Leave a Reply