ইরানের সেনাবাহিনী দাবি করেছে, তারা ইসরায়েলের আরও একটি এফ-৩৫ স্টেলথ যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এটি চলমান সংঘাতের মধ্যে তৃতীয়বারের মতো এই মডেলের যুদ্ধবিমান গুঁড়িয়ে দেওয়ার ঘটনা। একইসঙ্গে হামলায় অংশ নেওয়া দুজন ইসরায়েলি পাইলটকে আটক করার কথাও জানিয়েছে তেহরান।
গাজীপুরে পুলিশের গুলিতে আহত গার্মেন্টসকর্মী ইমরান মারা গেছেন
শনিবার (১৪ জুন) ইরানি জাতীয় টেলিভিশনের বরাতে জানা গেছে, যুদ্ধবিমানের একজন পাইলট বিমান থেকে ইজেক্ট করার পর ইরানের পশ্চিমাঞ্চলীয় একটি এলাকায় আটক হন। বর্তমানে তাকে সেনা হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, স্থানীয়ভাবে নির্মিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমেই এই স্টেলথ বিমানটি ভূপাতিত করা হয়েছে। ইরান দাবি করছে, তাদের এই প্রতিরক্ষা ব্যবস্থা যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক প্রযুক্তিকে প্রতিহত করতে সক্ষম।
তিনটি এফ-৩৫ যুদ্ধবিমানের মধ্যে একটির পাইলট নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। অপর দুইজনের একজন ইতোমধ্যে আটক, অপরজনেরও একই পরিণতি হয়েছে বলে ইরানি সূত্রের দাবি।
উল্লেখ্য, এই সংঘাত শুরু হয় ইসরায়েলের একপক্ষীয় বিমান হামলার পর, যেখানে তেহরানের একটি আবাসিক ভবন লক্ষ্য করে চালানো আঘাতে প্রায় ১০০ জন বেসামরিক নাগরিক, সামরিক কর্মকর্তা এবং পারমাণবিক বিজ্ঞানী নিহত হন। একইসঙ্গে ইরানের বিভিন্ন পারমাণবিক স্থাপনা ও সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়।
জবাবে ইরান ইতোমধ্যে পাঁচ দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইসরায়েলের বিভিন্ন সামরিক ও গোয়েন্দা স্থাপনায়। তেহরানের দাবি, এতে ১৫০টির বেশি ঘাঁটি ধ্বংস বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
বর্তমানে ইরান কামিকাজে ড্রোন দিয়ে আরও হামলা চালিয়ে যাচ্ছে এবং পরবর্তী কয়েক ঘণ্টার মধ্যে নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার প্রস্তুতিও চলছে বলে জানা গেছে।
তারেক রহমান-ড. ইউনূস বৈঠককে স্বাগত জানাল খেলাফত মজলিস
বিশ্লেষকদের মতে, এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করা শুধু সামরিক কৌশলে নয়, প্রযুক্তিগত দিক থেকেও ইরানের সক্ষমতার গুরুত্বপূর্ণ প্রমাণ। পরিস্থিতি এভাবে অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্যে একটি পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা প্রবল হয়ে উঠেছে।
Leave a Reply