ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত সুপারস্টার শাকিব খান অভিনীত আলোচিত সিনেমা ‘তাণ্ডব’ শুরুতে দর্শকপ্রিয়তা ও বক্স অফিসে ভালো সাড়া ফেললেও সম্প্রতি তা বড় ধরনের বিপদের মুখে পড়েছে। মুক্তির কয়েক দিনের মধ্যেই সিনেমাটি অনলাইনে ছড়িয়ে পড়েছে পাইরেটেড এইচডি ভার্সনে, যা চলচ্চিত্র সংশ্লিষ্টদের মধ্যে চরম উদ্বেগ তৈরি করেছে।
চোকার্স নয়,এবার চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা
সিনেমাটি দেশের ১৩৩টি সিঙ্গেল স্ক্রিন এবং সিনেপ্লেক্সের সব শাখায় মুক্তি পায়, প্রতিদিন গড়ে ৪৬টি প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। মুক্তির পর থেকেই দর্শকদের মাঝে ব্যাপক আগ্রহ দেখা গেলেও অল্প সময়ের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির বিভিন্ন অংশ ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত পুরো সিনেমাটিই অনলাইনে ফাঁস হয়ে যায়।
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন সচেতন দর্শক ও চলচ্চিত্রপ্রেমীরা। অনেকে প্রযোজনা সংস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন।
তবে এখনো পর্যন্ত প্রযোজক শাহরিয়ার শাকিল কিংবা পরিচালক রায়হান রাফী এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য দেননি। যদিও ৮ জুন এক সংবাদ সম্মেলনে প্রযোজক শাহরিয়ার শাকিল বলেছিলেন, “পাইরেসি রোধে আমরা কঠোর অবস্থানে আছি। কেউ হলে বসে ভিডিও করে ছড়ালে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সোশ্যাল মিডিয়ায় ছড়ানো কনটেন্ট ও সংশ্লিষ্ট আইডিও ব্লক করা হবে।” তিনি আরও জানান, “আমাদের প্রফেশনাল টিম সার্বক্ষণিক মনিটরিং করছে। যদি কোনো সিঙ্গেল স্ক্রিন থিয়েটার থেকে পাইরেসি হয়, তাহলে সংশ্লিষ্ট হল কর্তৃপক্ষকে দায় নিতে হবে।”
সাম্প্রতিক সময়ে দেশের চলচ্চিত্রে পাইরেসির ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে গেছে। গেল ঈদেই শাকিব খানের আরেকটি সিনেমা ‘বরবাদ’ মুক্তির মাত্র এক সপ্তাহের মধ্যেই অনলাইনে ফাঁস হয়ে যায়। সেই ঘটনায় প্রযোজক শাহরিন আক্তার চার কোটি টাকার ক্ষতির দাবি করলেও এখন পর্যন্ত পুলিশ প্রকৃত অপরাধীকে শনাক্ত করতে পারেনি।
‘তাণ্ডব’-এর ক্ষেত্রেও একই পরিণতির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, এই ধরনের ঘটনা শুধু প্রেক্ষাগৃহমুখী দর্শকের সংখ্যা কমিয়ে দেয় না, বরং প্রযোজক-পরিচালকদের নতুন প্রকল্পে বিনিয়োগ করতে নিরুৎসাহিত করে। তাই চলচ্চিত্র সংশ্লিষ্টরা জোর দিচ্ছেন, পাইরেসি রোধে আরও কঠোর পদক্ষেপ ও বিদ্যমান আইনের কার্যকর প্রয়োগ জরুরি হয়ে পড়েছে।
বিজিএমইএর সভাপতি নির্বাচিত মাহমুদ হাসান খান
‘তাণ্ডব’ সিনেমায় অভিনয় করেছেন: শাকিব খান, জয়া আহসান, সাবিলা নূর, আফজাল হোসেন, শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী, গাজী রাকায়েত, ডা. এজাজ, এফএস নাঈম, ফজলুর রহমান বাবু, সিয়াম আহমেদ, আফরান নিশোসহ একঝাঁক তারকা।
পরিচালনায়: রায়হান রাফী
প্রযোজনা: এসভিএফ ও আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড
সহ-প্রযোজনা: চরকি
সহযোগিতায়: দীপ্ত টিভি
Leave a Reply