বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও এক নারীর মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১০১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, এ নিয়ে বরিশাল বিভাগে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ জনে। মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ২ হাজার ৬৮৪ জনে।
তারেক রহমান-ড. ইউনূস বৈঠককে স্বাগত জানাল খেলাফত মজলিস
সর্বশেষ মৃত্যুর ঘটনা ঘটেছে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কাকরাবুনিয়া গ্রামের লাইলি বেগমের (৪০) ক্ষেত্রে। গত ১২ জুন তাকে শেবাচিম হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ১৩ জুন রাতে তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের উপ-পরিচালক ডা. এসএম মনিরুজ্জামান শাহীন।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় শেবাচিম হাসপাতালে নতুন করে ১৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে ৮৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালকের কার্যালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে বিভাগের ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ৩৮৮ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে বরগুনা জেলায়। এখন পর্যন্ত সেখানে ১ হাজার ৬৮০ জন আক্রান্ত হয়েছেন এবং মৃত ৮ জনের মধ্যে ৫ জনই বরগুনার।
ইরানে ইসরায়েলের আরও একটি এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত, দুই পাইলট আটক
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, “বর্তমানে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক। শুধু চিকিৎসা নয়, সামাজিক সচেতনতা ও প্রতিরোধই পারে এই পরিস্থিতি মোকাবিলা করতে। মশার বিস্তার রোধে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা এবং মশার কামড় থেকে নিজেকে রক্ষার ব্যবস্থা নেওয়া এখন সময়ের দাবি।”
Leave a Reply