সম্মান দেন যিনি, তিনি এক মহান,
মানুষ নয়, নয় কোনো জাতির প্রাণ।
হায়াত-মওত, জন্ম-মৃত্যু সব,
আল্লাহর ইশারায় চলে সকল রব।
তোমায় কেহ নি:স্ব করতে পারবে না,
যদি না আল্লাহ তায়ালা চান তা।
তিনিই দেন ধন, তিনিই নেন ফিরে,
সব কিছুর মালিক তিনি একা নিরে।
মানুষ যদি দেয় অবিচারের তীর,
ভুল ব্যাখ্যায় করে তোমার মন ক্ষীর।
তাহলে বুঝো, সে সীমিত বুদ্ধির,
ধৈর্যের শক্তি নেই, নেই হৃদয় নীর।
তার ভুলে তুমি করো না ক্ষোভ,
তাওবার দোয়া করো তুমি রোভ।
আল্লাহর কাছে চাও তার রহমত,
হিংসা নয়, থাকো দয়ায় সতত।
গালি দিয়ে নয়, নয় মিথ্যার ছোঁয়া,
ভালবাসায় ভাঙো রাগের বেড়াজোঁয়া।
ভুল ধরো নরমে, শেখাও তাকে পথ,
মানুষই শেখায়, এটাই মানব রত।
তোমার প্রতি যদি আসে অবিচার,
তাও মনে রেখো, করো না প্রতিশার।
আল্লাহর বান্দা দয়া করে মাফ,
ভুল বুঝলেও দেয় হৃদয়ের চাফ।
কারও ভুলে ছুড়ে দিও না পাথর,
ভুল ধরো আলোয়, নয় ঘৃণার ঘোর।
বুঝিয়ে দাও স্নেহে, বোঝাতে শেখো,
আল্লাহর সন্তুষ্টিই হোক প্রেরণার রেখো।
দুনিয়া ক্ষণিক, চিরস্থায়ী নয়,
পার্থিব চাওয়া ভুলে যাও কভু সয়।
আল্লাহ যার পক্ষে, হেরে যায় না সে,
সত্য যে ধরে, আলোক জ্বলে তে।
বিনয় রেখো বুকে, দৃষ্টি রাখো সরল,
ক্ষমা করো তাদের, করো না হাহাকার।
ভুল বুঝা যারা, করো না তাদের তুচ্ছ,
তাদেরও জীবন কাঁদে কত কিছু উচ্ছে।
সত্যের পথে চলো, অন্যায় করো না,
মহান আল্লাহর রহমতই চাও না।
মানব হোক প্রেমে, হিংসা নয় পথ,
এই হোক বান্দার জীবনরথ।
Leave a Reply