বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, পলাতক ও ফ্যাসিবাদী আওয়ামী লীগকে পুনর্বাসন করতে ভারতীয় নীতিনির্ধারকরা নানাভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। শেখ হাসিনার পতন তারা মেনে নিতে পারছে না। লন্ডনে ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠকের পর থেকেই পার্শ্ববর্তী দেশ এ ষড়যন্ত্রে সক্রিয় হয়েছে।
তারেক রহমানের দেশে ফেরা নিয়ে প্রস্তুতি চলছে: আমীর খসরু
শুক্রবার (২০ জুন) দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ‘আমরা বিএনপি পরিবার’-এর পৃষ্ঠপোষকতায় অসুস্থ ত্যাগী নেতা আবু তাহের ওরফে ‘তাহের ঠাকুর’-কে দেখতে চাটমোহরে এসে সাংবাদিকদের এসব কথা বলেন রিজভী। এ সময় তাহের ঠাকুরের চিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদান করেন তিনি।
রিজভী বলেন, “আমরা এখন গণতন্ত্রের পথে হাঁটছি। কিন্তু ষড়যন্ত্র এখনো শেষ হয়নি। ১৬ বছর ধরে অনেক নেতা-কর্মী গুম-খুন, মামলা ও গ্রেপ্তারের শিকার হয়েছেন। ফ্যাসিবাদের দিনগুলো ছিল ভয়ংকর। শেখ হাসিনার পতন যেন কেউ দেখতে না পারে, সে জন্য ভারতের পক্ষ থেকে ষড়যন্ত্র চলছে।”
তিনি আরও বলেন, “১৬ বছর ধরে আওয়ামী লীগ দেশকে লুট করেছে। আর তারা কানাডা, দুবাই, মালয়েশিয়ায় বেহেশতের মতো জীবনযাপন করছে। শেখ হাসিনা মিডিয়া কন্ট্রোল করে জনগণকে বিভ্রান্ত করছেন। কিন্তু ১৮ কোটি মানুষকে দমন করা যাবে না। কারা দেশ শাসন করবে, সেটা জনগণই নির্ধারণ করবে।”
আগামী নির্বাচন নিয়ে তিনি বলেন, “নির্বাচন অবশ্যই অবাধ ও সুষ্ঠু হতে হবে। যৌক্তিক সময়েই তা অনুষ্ঠিত হবে। জনগণের দাবির প্রতিফলন ঘটবে সেই নির্বাচনে।”
আবু তাহের ঠাকুর প্রসঙ্গে রিজভী বলেন, “লোহার কাজ করে সংসার চালালেও তিনি দলের জন্য আজীবন ত্যাগ স্বীকার করেছেন। জেলা বিএনপিকে নির্দেশ দিয়েছি যেন তাহের ঠাকুরের নিয়মিত খোঁজখবর রাখা হয়। আজকে তারেক রহমানের পক্ষ থেকে উপহার নিয়ে এসেছি। সবাই তার পাশে থাকবে।”
এ সময় উপস্থিত ছিলেন পাবনা জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার, যুগ্ম আহ্বায়ক আনিছুল হক বাবু, সাবেক দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম, তাহের ঠাকুরের ছেলে ও সাবেক ছাত্রদল নেতা বরিউল করিম গোলাম এবং এডওয়ার্ড কলেজ ছাত্রদলের আশরাফুল ইসলাম প্রমুখ।
ইরানের পরমাণু স্থাপনায় ইসরায়েলের হামলা,সৌদির তীব্র প্রতিবাদ
উল্লেখ্য, আবু তাহের প্রামাণিক ওরফে তাহের ঠাকুর তিন দশকেরও বেশি সময় ধরে রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি চাটমোহর উপজেলা শ্রমিকদলের সাবেক সভাপতি ছিলেন। অসুস্থতার কারণে বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন। তার খোঁজ পেয়ে তারেক রহমান ব্যক্তিগতভাবে সহযোগিতার নির্দেশ দেন।
Leave a Reply