ঢাকায় নিযুক্ত জার্মানির বিদায়ী রাষ্ট্রদূত আখিম ট্রোসটার সস্ত্রীক বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
ক্লাব বিশ্বকাপের প্রথম ম্যাচে এমবাপ্পেকে পায়নি রিয়াল মাদ্রিদ
শুক্রবার (২০ জুন) রাত সাড়ে ৮টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ‘ফিরোজা’য় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় রাষ্ট্রদূত খালেদা জিয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
সাক্ষাতের সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন ও চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার উপস্থিত ছিলেন।
অন্যদিকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে প্রস্তুতির কথা জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
শুক্রবার (২০ জুন) বিকেলে রাজধানীর কাটাবন ঢালে এক মসজিদে প্রয়াত গণফোরাম সভাপতি মোস্তফা মোহসীন মন্টুর কুলখানিতে অংশ নিয়ে সাংবাদিকদের তিনি বলেন,
“তারেক রহমানের জন্য বিএনপিসহ দেশের মানুষ উন্মুখ হয়ে আছে। তিনি খুব শিগগিরই দেশে ফিরবেন।”
প্রসঙ্গত, ২০০৮ সালের সেপ্টেম্বরে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান তারেক রহমান। এরপর থেকেই তিনি লন্ডন থেকেই দল পরিচালনা করে আসছেন।
ট্রাম্প-নেতানিয়াহুকে গুপ্তহত্যার চেষ্টার অভিযোগ ইসরায়েলের,উত্তপ্ত মধ্যপ্রাচ্য আরও অস্থিতিশীল
সম্প্রতি ১৩ জুন লন্ডনে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার বৈঠকের পর থেকেই তার দেশে ফেরার বিষয়টি ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
Leave a Reply