ইরানে মার্কিন বিমান হামলার প্রেক্ষিতে আগামীকাল সোমবার (২৩ জুন) জরুরি বৈঠক ডেকেছে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (IAEA)। সংস্থাটির মহাপরিচালক রবিবার (২২ জুন) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন—বিবিসি সূত্রে এ তথ্য জানা গেছে।
ইরান-ইসরায়েল সংঘর্ষে বাড়ছে দীর্ঘ যুদ্ধের আশঙ্কা
ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলাম এ হামলার বিষয়ে আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়ে আইএইএর কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছেন। একইসঙ্গে, তেহরান এ হামলার তীব্র নিন্দা জানিয়ে আইএইএর পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া প্রকাশেরও দাবি জানিয়েছে।
হামলার পরও পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা ইরানের
আইএইএর পর্যবেক্ষণে দেখা গেছে, যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালালেও আশপাশের এলাকায় তেজস্ক্রিয়তার মাত্রা বৃদ্ধি পায়নি। সংস্থাটি এ বিষয়ে পূর্ণ তদন্ত চালিয়ে যাচ্ছে।
Leave a Reply