ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার আগে শীর্ষ ডেমোক্র্যাট আইনপ্রণেতারা এ বিষয়ে অবগত ছিলেন না, যদিও তাদের রিপাবলিকান সমমর্যাদার সদস্যরা আগাম ব্রিফিং পেয়েছিলেন বলে জানিয়েছে একাধিক সূত্র।
“ইরান-ইসরায়েল সংঘাতে ইসরায়েলকে জবাবদিহিতার আওতায় আনার দাবি বাংলাদেশ পররাষ্ট্র উপদেষ্টার”
হাউস ইন্টেলিজেন্স কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সদস্য জিম হাইমস বলেন, তিনি হামলার বিষয়ে কোনো আগাম তথ্য পাননি। তবে কমিটির চেয়ারম্যান ও রিপাবলিকান সদস্য রিক ক্রফোর্ড হোয়াইট হাউসের সঙ্গে সরাসরি যোগাযোগে ছিলেন।
একইভাবে, সিনেট ইন্টেলিজেন্স কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সদস্য মার্ক ওয়ার্নারও জানেন না বলে জানান। অথচ কমিটির রিপাবলিকান চেয়ারম্যান টম কটন আগেই বিষয়টি সম্পর্কে অবহিত ছিলেন।
উল্লেখ্য, হাইমস ও ওয়ার্নার—উভয়েই যুক্তরাষ্ট্রের ‘গ্যাং অব এইট’-এর সদস্য। সাধারণত বড় ধরনের সামরিক পদক্ষেপের আগে এই গোষ্ঠীর সব সদস্যকে অবহিত করা হয়। এ গোষ্ঠীতে হাউস ও সিনেটের সংখ্যাগরিষ্ঠ ও সংখ্যালঘু দলের নেতারা, পাশাপাশি গোয়েন্দা কমিটির চেয়ারম্যান ও শীর্ষ সদস্যরা অন্তর্ভুক্ত থাকেন।
সূত্রমতে, ‘গ্যাং অব এইট’-এর রিপাবলিকান সদস্যরা—স্পিকার মাইক জনসন এবং সিনেট মেজরিটি লিডার জন থুনসহ—হামলার আগে ব্রিফিং পেয়েছিলেন।
আমের মিষ্টি স্বাদেই লুকিয়ে আছে স্বাস্থ্য:দিনে কতটুকু আম খাওয়া নিরাপদ?
এই ঘটনা ঘিরে ওয়াশিংটনে রাজনৈতিক পক্ষপাত এবং স্বচ্ছতার ঘাটতি নিয়ে নতুন করে সমালোচনা শুরু হয়েছে।
Leave a Reply