মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান ও ইসরায়েল একটি সম্পূর্ণ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। আগামী ছয় ঘণ্টার মধ্যে এই যুদ্ধবিরতি কার্যকর হবে বলে জানান তিনি। এই সময়ের মধ্যে উভয় দেশ তাদের চলমান সামরিক মিশন সম্পন্ন করবে।
বিশেষ ব্যবস্থায় নারী শিক্ষার্থীদের পরিচয় শনাক্ত
সোমবার (২৩ জুন) নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, “ইরান ও ইসরায়েল একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে চূড়ান্তভাবে পৌঁছেছে। প্রাথমিকভাবে এটি ১২ ঘণ্টা স্থায়ী হবে, এরপর যুদ্ধ সম্পূর্ণরূপে শেষ ঘোষণা করা হবে।”
তিনি আরও জানান, প্রথমে ইরান যুদ্ধবিরতি কার্যকর করবে এবং ১২ ঘণ্টা পর ইসরায়েল আনুষ্ঠানিকভাবে এতে যোগ দেবে। যুদ্ধবিরতির ২৪ ঘণ্টা পূর্ণ হলে এটি আন্তর্জাতিকভাবে বৈধ ও কার্যকর হিসেবে স্বীকৃতি পাবে। এর মাধ্যমে টানা ১২ দিনের রক্তক্ষয়ী সংঘাতের আনুষ্ঠানিক ইতি ঘটবে।
ট্রাম্প উভয় পক্ষকে শান্তিপূর্ণ ও সম্মানজনক আচরণ বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, “সবকিছু পরিকল্পনা অনুযায়ীই চলবে—এটা নিশ্চিত।” তিনি ইরান ও ইসরায়েলের সাহস, ধৈর্য এবং বুদ্ধিমত্তার প্রশংসা করেন।
এই সংঘাত মধ্যপ্রাচ্যকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারত বলে আশঙ্কা প্রকাশ করে ট্রাম্প বলেন, “এই যুদ্ধ বছরের পর বছর ধরে চলতে পারত, কিন্তু তা হয়নি এবং হবে না।”
ব্রেইনের ক্ষতি করছে যেসব দৈনন্দিন অভ্যাস
পোস্টের শেষাংশে তিনি বলেন, “God bless Israel, God bless Iran, God bless the Middle East, God bless the United States of America, and God bless the World!”
Leave a Reply