জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও এর আওতাধীন মাঠ পর্যায়ের দফতর, গোয়েন্দা সংস্থা, এবং সংশ্লিষ্ট অনুবিভাগসমূহ।
ইরান-ইসরায়েল সম্পূর্ণ যুদ্ধবিরতিতে সম্মত
গত ৯ মাসে কর ও রাজস্ব ফাঁকির বিরুদ্ধে পরিচালিত ১৬ হাজার ৫৭২টি অভিযানে ৯৯৪ কোটি টাকা রাজস্ব আদায় করা হয়েছে।
২০২৩ সালের সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের মে পর্যন্ত সময়ে এই অভিযান ও রাজস্ব আদায় কার্যক্রম পরিচালিত হয়েছে।
সারা দেশের কাস্টমস হাউস, আয়কর অঞ্চল, ভ্যাট কমিশনারেট, সিআইসি ও অন্যান্য গোয়েন্দা ইউনিটের আওতায়।
জাতীয় রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জন এবং রাজস্ব ফাঁকি রোধ করে অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে এনবিআরের এই পদক্ষেপ।
রাজস্ব ফাঁকির অভিযোগে তদন্ত, নিরীক্ষা ও গোয়েন্দা অভিযান পরিচালনার মাধ্যমে ফাঁকিকৃত রাজস্ব আদায় করা হয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানায়, গত ৯ মাসে সারা দেশে ১৬ হাজার ৫৭২টি কর ও রাজস্ব ফাঁকির ঘটনা উদঘাটনের অভিযান পরিচালনা করা হয়েছে। এতে মোট ৬ হাজার ২৪৬ কোটি টাকার ফাঁকির তথ্য উদঘাটন হয়, যার মধ্যে ৯৯৪ কোটি টাকা ইতোমধ্যে আদায় করা হয়েছে।
কাস্টমস হাউস ২ হাজার ২১৫টি অভিযানে ১৮৩ কোটি টাকা, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ৬৮০৩টি অভিযানে ৮৯ কোটি টাকা, ভ্যাট গোয়েন্দা ২৩১টি অভিযানে ২৪০ কোটি টাকা, কাস্টমস গোয়েন্দা ৭৩ কোটি টাকা, সিআইসি ১৮১টি অভিযানে ১৯৪ কোটি টাকা এবং আয়কর গোয়েন্দা ইউনিট ১৭০টি অভিযানে ১১০ কোটি টাকা আদায় করেছে।
ইরানের হামলায় আকাশপথে উত্তেজনা,ঝুঁকিতে বাংলাদেশ এয়ারলাইনসের দুটি ফ্লাইট
এছাড়া ৪১টি কর অঞ্চল ৬ হাজার ৯৭২টি অভিযান চালিয়ে ১০৫ কোটি টাকা রাজস্ব আদায় করেছে। এনবিআর জানিয়েছে, রাজস্ব আহরণে এই তৎপরতা অব্যাহত থাকবে।
Leave a Reply