পর্যায়ক্রমে সারাদেশের নৌ-রুটে ছয়টি নতুন ফেরি সংযোজন করা হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন।
স্টার রেটিং থেকে ইনভার্টার প্রযুক্তি—যা খেয়াল রাখা জরুরি
বুধবার (২৫ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ৫ নম্বর ফেরিঘাট পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
তিনি বলেন, “নতুন ফেরি সংযোজনের মাধ্যমে নৌ-রুটের যাত্রী ও পণ্য পরিবহনে গতিশীলতা আসবে। তবে এটি দ্বিতীয় পদ্মা সেতুর সঙ্গে সম্পৃক্ত নয়। ঘাটগুলো আধুনিকায়নের পরিকল্পনা সরকারের রয়েছে, তবে তা বাস্তবায়নে প্রয়োজন সুনির্দিষ্ট পরিকল্পনা ও অর্থায়ন।”
পাটুরিয়া ১ ও ২ নম্বর ফেরিঘাট বালু ব্যবসায়ীদের দখলে রয়েছে—এ বিষয়ে তিনি অবগত আছেন বলেও জানান উপদেষ্টা। তিনি বলেন, “ঘাট দখলদারদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ঘাট পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা, বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসির শীর্ষ কর্মকর্তারা, মানিকগঞ্জের জেলা প্রশাসক ড. মো. মানোয়ার হোসেন মোল্লা, পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুন, শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন এবং শিবালয় থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন।
ইউরোপীয় কায়দায় কাঁকড়া চাষ রপ্তানি হচ্ছে অস্ট্রেলিয়ায়
পাটুরিয়া ফেরিঘাট পরিদর্শনের পর নৌ পরিবহন উপদেষ্টা আরিচা বিআইডব্লিউটিএ’র ড্রেজার বেজও পরিদর্শন করেন।
Leave a Reply