দিনাজপুরের বিরল উপজেলা থেকে প্রথমবারের মতো ইউরোপের তিনটি দেশে ব্যানানা জাতের আম রপ্তানি শুরু হয়েছে। উপজেলার সদরডাঙ্গা গ্রামের আমচাষি মো. মমিনুল ইসলামের বাগান থেকে ১০০ কেজি ব্যানানা জাতের আমের প্রথম চালান সুইজারল্যান্ডে পাঠানো হয়েছে। পর্যায়ক্রমে সুইডেন ও কাতারে তিন মেট্রিক টন আম পাঠানো হবে।
মেটাকে অপতথ্য ও ঘৃণাত্মক কনটেন্ট প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার
মমিনুল ইসলাম জানান, ২০১৯ সালে সদরডাঙ্গা গ্রামে ৪ একর জমিতে ব্যানানা, বারি ফোর, কাটিমন ও বিএন সেভেন জাতের আমের বাগান গড়ে তোলেন। পুরো প্রক্রিয়ায় জৈব সার ও বালাইনাশক ব্যবহার করা হয়েছে উপজেলা কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী। গত বছর অল্প ফলন হলেও এবছর ব্যাপক পরিমাণে আম ধরেছে। ছোট আকারের ব্যানানা জাতের একেকটি গাছে ১০০ থেকে ২৫০টি আম পাওয়া গেছে।
তিনি বলেন, বর্তমানে ১৮ একর জমিতে প্রায় ৭ হাজার ৫৬০টি আমগাছ রয়েছে। এতে ২৫ থেকে ৩০ জন মানুষের কর্মসংস্থান হয়েছে। গত ২০ জুন থেকে আম সংগ্রহ শুরু হয়েছে এবং বাগান থেকেই আম ১২০-১৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
ক্রেতা ও স্থানীয় কলেজশিক্ষক মো. নাজমুল হাসান বলেন, “গত বছর ২ কেজি আম কিনে খেয়ে ভালো লেগেছিল। এবার ৫ কেজি কিনেছি আত্মীয়-স্বজনদের খাওয়াবো বলে।”
বিরল উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোস্তফা হাসান ইমাম বলেন, “গত বছর প্রথমবার এখান থেকে ইংল্যান্ডে আম রপ্তানি করা হয়। এবার সুইজারল্যান্ড, সুইডেন ও কাতারে আম পাঠানো হচ্ছে। চাষিদের আগ্রহ ও উৎপাদন দেখে আমরা আরও দেশে রপ্তানির পরিকল্পনা করছি।”
গুম-নির্যাতন তদন্ত কমিশন:প্রমাণ ধ্বংসের চেষ্টার মধ্যেও নির্যাতনের আলামত মিলেছে
দিনাজপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আফজাল হোসেন বলেন, “গত বছর পরীক্ষামূলক রপ্তানির পর এবার ইউরোপের কয়েকটি দেশ দিনাজপুরের ব্যানানা আম নিতে আগ্রহ দেখিয়েছে। তাই চাষিদের সঙ্গে সমন্বয় করে আম সংগ্রহ ও রপ্তানির উদ্যোগ নেওয়া হয়েছে।”
Leave a Reply