নয়াদিল্লি, ২৭ জুন ২০২৫** বাংলাদেশের সঙ্গে সব বিষয়ে আলোচনায় আগ্রহী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়, তবে তা হতে হবে ‘অনুকূল পরিবেশে’। এ মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল। তিনি বলেন, ঢাকা-নয়াদিল্লি দ্বিপক্ষীয় সম্পর্ক পরিচালনায় একটি প্রতিষ্ঠিত কাঠামো রয়েছে, যা দ্বিপাক্ষিক সব ইস্যু সামাল দিতে সক্ষম।
শনিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জয়সোয়াল এ কথা বলেন। একই সময়ে ভারতীয় সংসদের পররাষ্ট্রবিষয়ক স্থায়ী কমিটির এক বৈঠকে বাংলাদেশ-ভারত সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আলোচনার প্রস্তুতি নিচ্ছেন দেশটির শীর্ষ পর্যায়ের সাবেক কূটনীতিক ও নিরাপত্তা বিশ্লেষকেরা।
বাংলাদেশে ভক্তি ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা
**কমিটির আলোচনায় অংশ নিচ্ছেন:**
– শিব শংকর মেনন (সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা)
– লেফটেন্যান্ট জেনারেল (অব.) আতা হাসনাইন
– ঢাকায় ভারতের সাবেক হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস
– অধ্যাপক অমিতাভ মাত্তু (জেএনইউ)
গঙ্গা পানিবণ্টন চুক্তি নবায়ন সংক্রান্ত প্রশ্নের উত্তরে জয়সোয়াল বলেন, “পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সব বিষয়ে আলোচনায় ভারত প্রস্তুত, তবে সেটি হতে হবে একটি অনুকূল পরিবেশে।”
চীন ও পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের অংশগ্রহণে অনুষ্ঠিত সাম্প্রতিক ত্রিপক্ষীয় বৈঠক নিয়েও প্রতিক্রিয়া জানিয়েছেন জয়সোয়াল। তিনি বলেন, “ভারত তার প্রতিবেশী দেশে ঘটে যাওয়া এমন সব ঘটনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে, যা ভারতের স্বার্থ ও নিরাপত্তাকে প্রভাবিত করতে পারে।”
**কমিটির আলোচ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে:**
– অন্তর্বর্তী সরকারের অধীনে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি
– ধর্মীয় মৌলবাদের উত্থান
– অস্থিরতার কারণে ভারতের নিরাপত্তা ঝুঁকি
– ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনার পর বাংলাদেশ-চীন কৌশলগত ঘনিষ্ঠতা
– বাংলাদেশে ভারত-বিরোধী জনমত বৃদ্ধির পটভূমি
বৈষম্যহীন উন্নয়নে ক্ষুদ্র উদ্যোক্তার হাত ধরেই এগিয়ে যাবে বাংলাদেশ
বিশেষজ্ঞরা সংসদীয় কমিটিকে পরামর্শ দেবেন, বাংলাদেশে একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় জরুরি।
Leave a Reply