২০২৫ সালের অনূর্ধ্ব-১৯ যুব বাস্কেটবল বিশ্বকাপে ইসরায়েলের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানিয়েছে জর্ডান। আন্তর্জাতিক বাস্কেটবল ফেডারেশন (FIBA)-কে পাঠানো আনুষ্ঠানিক চিঠিতে জর্ডানের জাতীয় বাস্কেটবল দল এই সিদ্ধান্ত জানায়।
কুমিল্লায় হিন্দু নারী ধর্ষণ:প্রধান আসামি গ্রেফতার
দ্য টাইমস অব ইসরায়েল-এর প্রতিবেদনে বলা হয়েছে, নির্ধারিত সূচি অনুযায়ী জর্ডানের ইসরায়েলের বিপক্ষে খেলতে কথা ছিল। তবে শেষ মুহূর্তে জর্ডান জানায়, তারা ম্যাচটি খেলবে না। এতে নিয়ম অনুযায়ী ইসরায়েল স্বয়ংক্রিয়ভাবে ২০-০ ব্যবধানে ‘টেকনিক্যাল জয়’ পাবে।
এদিকে, গত রাতে ইসরায়েল সুইজারল্যান্ডকে ১০২-৭৭ পয়েন্টে পরাজিত করেছে। অপরদিকে, জর্ডান ডোমিনিকান রিপাবলিকের কাছে হেরে গেছে।
জর্ডানের এমন সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছেন ইসরায়েল বাস্কেটবল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আমোস ফ্রিশম্যান। তিনি বলেন, “আমি আশা করেছিলাম জর্ডান দল খেলতে আসবে। আমার বিশ্বাস, খেলাধুলা রাজনৈতিক হাতিয়ার নয়, বরং এটি সংস্কৃতি ও জনগণের মধ্যে সেতুবন্ধন গড়ে তোলে।”
প্রসঙ্গত, সম্প্রতি ইরানের ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র ইসরায়েলে পৌঁছানোর আগেই জর্ডানের আকাশসীমা ব্যবহার করে তা ভূপাতিত করে জর্ডান সেনাবাহিনী। এই ঘটনাকে কেন্দ্র করে মুসলিম বিশ্বের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকেই জর্ডানের ভূমিকা নিয়ে সমালোচনা করেন।
ভারতের নতুন বিধিনিষেধ রপ্তানিতে কতটা প্রভাব পড়বে?
জর্ডানের ইসরায়েলের বিপক্ষে না খেলার সিদ্ধান্তকে মুসলিম বিশ্বে কেউ কেউ প্রশংসনীয় সাহসিকতা হিসেবে দেখছেন।
Leave a Reply