রাজধানী ঢাকাসহ সারাদেশে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং এর অধীনস্থ সব শুল্ক ও কর কার্যালয়ে ‘শাটডাউন ও মার্চ টু এনবিআর’ কর্মসূচি শুরু হয়েছে। শনিবার সকাল থেকে এই কর্মসূচির অংশ হিসেবে কর্মকর্তারা অফিস কার্যক্রম থেকে বিরত থাকেন।
ইসরায়েলের বিরুদ্ধে সাহসী সিদ্ধান্ত জর্ডানের:খেলবে না যুব বিশ্বকাপে
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে আন্দোলনকারীরা রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত রাজস্ব ভবনের সামনে জড়ো হন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার সদস্যরা অবস্থান নেয়।
দুপুরে এক বিবৃতিতে এনবিআর আন্দোলনকারী কর্মকর্তারা জানান, তাদের কর্মসূচি অব্যাহত থাকবে। তারা সরকারের সঙ্গে আলোচনায় আগ্রহ প্রকাশ করলেও স্পষ্ট শর্ত দিয়েছেন—আলোচনার আগে এনবিআর চেয়ারম্যানকে অপসারণ করতে হবে।
আন্দোলনকারীদের অভিযোগ, বর্তমান চেয়ারম্যান রাজস্ব খাতের সংস্কার প্রক্রিয়ায় কর্মকর্তাদের মতামত উপেক্ষা করছেন এবং আন্দোলনকারীদের দমন-পীড়নের পথ বেছে নিয়েছেন।
নিলামে বিক্রি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের হাতে লেখা ৩৫ চিঠি
তারা জানিয়েছেন, সময় যত গড়াবে, ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গা থেকে আরও কর্মকর্তারা একযোগে আন্দোলনে অংশ নেবেন।
Leave a Reply