পদ্মা সেতু দুর্নীতি মামলাটি পুনরায় তদন্তের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
খাগড়াছড়িতে প্রশিক্ষণকালীন সময়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু
দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন গতকাল (মঙ্গলবার) এক বক্তব্যে জানান, অনিয়ম ও দুর্নীতির পর্যাপ্ত উপাদান ও প্রমাণ থাকা সত্ত্বেও বিগত কমিশন মামলার অভিযুক্তদের দায়মুক্তি দিয়েছিল। তবে বর্তমান কমিশন বিষয়টি পুনর্মূল্যায়ন করে মামলাটি নতুন করে তদন্তের উদ্যোগ নিয়েছে।
উল্লেখ্য, কানাডাভিত্তিক প্রতিষ্ঠান এসএনসি-লাভালিনকে পরামর্শক নিয়োগে দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগে এই মামলাটি করা হয়েছিল।
ধর্মীয় উপাসনালয়ে হামলা করলে কঠোর ব্যবস্থা:ধর্ম উপদেষ্টা
দুদক সূত্র জানায়, নতুন করে তদন্তে প্রাপ্ত তথ্য ও সাক্ষ্যের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply