তারা এখনো নামী তারকা নন, তবে তাদের ঘিরে জমে উঠেছে জাতীয় স্টেডিয়াম। গোধূলিলগ্নে গ্যালারিভর্তি দর্শকের নজর ছিল শুধু একদিকে—প্রবাসী বাংলাদেশি বংশোদ্ভূত একঝাঁক ফুটবলারের দিকে। তাদের দেখতে এসেছিলেন আত্মীয়স্বজন, ভক্ত-সমর্থক, এমনকি কৌতূহলী সাধারণ মানুষও। কেউ ছবি তুলছেন, কেউ নাম ধরে ব্যানার উঁচিয়ে ধরে উল্লাস করছেন। ফুটবলপাগল দেশটিতে তারা এখন যেন সময়ের তারকা।
৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) উদ্যোগে আয়োজিত ‘নেক্সট গ্লোবাল স্টার’ ট্রায়াল নিয়ে দেশে তৈরি হয়েছে নতুন উত্তেজনা। ইউরোপ-আমেরিকা থেকে আসা ৪৮ জন প্রবাসী ফুটবলারকে ঘিরে তিন দিনব্যাপী ট্রায়াল শেষে সোমবার শেষ হয়েছে দুটি প্রীতি ম্যাচ দিয়ে। জয়-পরাজয়ের চেয়ে বেশি ছিল উৎসবের আবহ।
এই তরুণদের অনেকেই খেলেছেন ক্লাব ফুটবলে, কেউবা আছেন একাডেমিতে। যুক্তরাজ্যের মারগেট এফসির ১৯ বছর বয়সী ইমান আলম বললেন, “ফুটবলার হিসেবে এই প্রথমবার বাংলাদেশে এসেছি। আমার স্বপ্ন দেশের প্রতিনিধিত্ব করা।” একই স্বপ্ন দেখেন ইংল্যান্ড থেকে আসা ইকরামুলও। “প্রথম দিন মানিয়ে নিতে একটু সময় লেগেছে, তবে শেষ দিনে অভিজ্ঞতাটা অসাধারণ। গরমের কারণে একটু সমস্যা হলেও আমি আশাবাদী।”
প্রথম দুই দিন ছিল স্কিল ও ফিটনেস যাচাইয়ের পর্ব। এরপর মাঠের লড়াইয়ে ভাগ হয়ে নামেন অনূর্ধ্ব-১৯ ও সিনিয়র পর্যায়ের খেলোয়াড়রা। অনূর্ধ্ব-১৯ ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। সেখানেই নজর কাড়েন যুক্তরাষ্ট্রের ব্রটলিন এফসির বিতোশক চাকমা—চমৎকার ড্রিবলিং আর নিখুঁত ফিনিশিংয়ে গোল করে জানান দেন নিজের সামর্থ্যের। সিনিয়র দলেও ছিল দুই ভাগ, তবে গোলশূন্য সমাপ্ত হয় সেই ম্যাচ।
তবে মাত্র একটি ম্যাচেই খেলোয়াড়দের সামগ্রিক মূল্যায়ন করা কঠিন। অনেকেই নতুন বলেই বোঝাপড়ায় ঘাটতি ছিল। এ কারণে এখনই কারা চূড়ান্ত তালিকায় থাকছেন, তা জানায়নি বাফুফে। তবে ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু ও অন্যান্য কোচরা প্রবাসী ফুটবলারদের সঙ্গে আলাদা আলোচনা করেছেন। গোপনে হয়েছে মতবিনিময়।
দেশে কোন জঙ্গি নেই ডিএমপি কমিশনার
সবকিছু ঠিক থাকলে দু’একদিনের মধ্যেই চূড়ান্ত তালিকা প্রকাশ করবে বাফুফে। ততক্ষণে স্বপ্ন দেখতে থাকুন বিতোশক, ইমান, ইকরামুলরা—শেকড়ে ফেরার সম্ভাবনায় নতুন করে আলো জ্বেলে।
Leave a Reply