বরিশালের বাবুগঞ্জে সন্ধ্যা ও আড়িয়াল খাঁ নদীর ভয়াবহ ভাঙনে ৮টি বসতঘরসহ বেশ কিছু স্থাপনা নদীতে বিলীন হয়ে গেছে। শুক্রবার (১৬ মে) সন্ধ্যার দিকে হঠাৎ করেই আড়িয়াল খাঁ নদীর মোহনায় কেদারপুর ইউনিয়নের পূর্ব ভূতেরদিয়া গ্রামের মোল্লারহাট এলাকায় এই ভাঙন শুরু হয়।
স্থানীয়রা জানান, মুহূর্তের মধ্যেই বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে চলে যায়। ঝুঁকিতে রয়েছে মোল্লারহাট মাধ্যমিক বিদ্যালয়সহ আরও শতাধিক বাড়িঘর। আশঙ্কায় দিন কাটাচ্ছে পূর্ব ভূতেরদিয়া, মোল্লার হাটসহ আশপাশের গ্রামের মানুষ।
ভাঙনের ফলে বসতঘর হারিয়ে অনেকেই আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছেন। স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান বলেন, অবৈধভাবে বালু উত্তোলন এবং পানি উন্নয়ন বোর্ডের দুর্বল উদ্যোগের কারণে কয়েক বছর ধরেই ভাঙন বাড়ছে। দুবছর আগে মোল্লারহাট বাজার রক্ষায় ৩০ লাখ টাকার জিও ব্যাগ প্রকল্প কার্যকর হয়নি বলেও অভিযোগ রয়েছে।
বর্তমানে ঝুঁকিতে আছে দক্ষিণ ভূতেরদিয়া তাবলিকুল ইবতেদায়ি মাদ্রাসা, একটি মসজিদ, ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র ও একটি কমিউনিটি ক্লিনিক।
এ বিষয়ে বরিশাল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জাবেদ ইকবাল জানান, ভাঙন রোধে নতুন প্রকল্পের জন্য অর্থ বরাদ্দের আবেদন করা হয়েছে এবং একটি কারিগরি কমিটি গঠন করা হয়েছে। কমিটি ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে মন্ত্রণালয়ে প্রকল্প পাঠাবে বলে জানান তিনি।
স্থানীয়দের আশঙ্কা, অবিলম্বে কার্যকর ব্যবস্থা না নিলে অচিরেই বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে।
Leave a Reply