১৯৯৪ সালে মিস ইউনিভার্স খেতাব জিতে আন্তর্জাতিক মঞ্চে ভারতের মুখ উজ্জ্বল করেছিলেন সুস্মিতা সেন। বলিউডে তার যাত্রাও ছিল সমানভাবে উজ্জ্বল—একের পর এক সফল ছবিতে অভিনয় এবং ব্যক্তিত্বে তিনি জয় করেছিলেন লক্ষ-কোটি দর্শকের মন। তবে সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজের জীবনের এক অন্ধকার অধ্যায় তুলে ধরেছেন তিনি।
ভারতের এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সুস্মিতা জানান, ২০০৬ সালে একটি সিনেমার শুটিং চলাকালীন এক সহ-অভিনেতার হাতে তিনি যৌন হেনস্থার শিকার হন। তার অভিযোগ, একটি ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের সময় সেই অভিনেতা শুটিংয়ের সীমা অতিক্রম করে তাকে আপত্তিকরভাবে স্পর্শ করেন। পরিস্থিতি এতটাই অস্বস্তিকর হয়ে উঠেছিল যে, সেট ছেড়ে কেঁদে বেরিয়ে আসতে বাধ্য হন সুস্মিতা।
মিলেনিয়াম সিটির হাট পেল এনসিপি নেতারা
ঘটনার কথা তিনি সঙ্গে সঙ্গে পরিচালককে জানান। পরিচালক অবশ্য বিষয়টিকে ‘ভুল বোঝাবুঝি’ বলে উল্লেখ করে তাকে বিষয়টি মিটিয়ে ফেলার পরামর্শ দেন। যদিও সুস্মিতা পরে জানান, তিনি স্পষ্টভাবেই সেই আচরণকে অনভিপ্রেত এবং অশোভন মনে করেছিলেন।
এছাড়াও, একই ছবির প্রচারের সময় আরেক সহ-অভিনেতা দাবি করেন, একটি চুম্বনদৃশ্য শুট করতে তাদের ৩৬টি টেক নিতে হয়েছিল। সেই মন্তব্য নিয়েও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান সুস্মিতা। তিনি মনে করেন, পেশাদার গণ্ডি পেরিয়ে এমন মন্তব্য করা মোটেও উপযুক্ত নয়।
সুস্মিতার এই খোলামেলা স্বীকারোক্তি ইন্ডাস্ট্রিতে পেশাদার আচরণ ও নারীদের প্রতি সম্মান বজায় রাখার বিষয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
Leave a Reply