তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক পাকিস্তান। বুধবার (২৮ মে) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায় মুখোমুখি হবে দুই দল।
বাংলাদেশ আরব আমিরাতের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে পরাজিত হলেও, এই সিরিজে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়েই মাঠে নামছে। অধিনায়ক লিটন দাস জানিয়েছেন, দল আত্মবিশ্বাস নিয়ে খেলতে প্রস্তুত।
ফিলিস্তিনের স্বাধীনতা স্বীকৃতি পেলে ইসরায়েলকে মেনে নেবে ইন্দোনেশিয়া
এই ম্যাচে বাংলাদেশ অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামছে। অন্যদিকে, নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের শেষ টি-টোয়েন্টি ম্যাচের একাদশ থেকে ছয়টি পরিবর্তন এনেছে পাকিস্তান।
আগামী বছরের জুনের মধ্যে সাধারণ নির্বাচন আয়োজনের অঙ্গীকার: জাপানে ড.ইউনূস
বাংলাদেশ একাদশ:
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান, জাকের আলী অনিক, শামীম হোসেন, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।
পাকিস্তান একাদশ:
সালমান আগা (অধিনায়ক), ফখর জামান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস, হাসান নওয়াজ, শাদাব খান, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, হাসান আলী, হারিস রউফ ও আবরার আহমেদ।
Leave a Reply