পর্তুগালের লিসবনে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসীদের গুলিতে মাহবুবুল আলম (৪২) নামে এক সিলেটি যুবক নিহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় শুক্রবার (১৩ জুন) সন্ধ্যায়, লিসবনের আলমাদা এলাকায়।
ইসরায়েলের নজিরবিহীন হামলার পর পারমাণবিক আলোচনাকে ‘অর্থহীন’বলছে ইরান –অস্ত্র পরীক্ষার গুঞ্জন
নিহত মাহবুবুল আলম সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মানিককোনা গ্রামের বাসিন্দা নান্না মিয়ার ছেলে। তিনি কয়েক বছর ধরে পরিবার নিয়ে পর্তুগালের লিসবনে বসবাস করে আসছিলেন এবং স্থানীয়ভাবে একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতেন।
ফ্যাঞ্চুগঞ্জ উপজেলার উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবজাল হোসাইন নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, শুক্রবার সন্ধ্যায় একদল সন্ত্রাসী মাহবুবুল আলমের ব্যবসা প্রতিষ্ঠানে হঠাৎ হামলা চালায় এবং লুটপাটের চেষ্টা করে। এ সময় মাহবুবুল আলম বাধা দিলে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল ঘিরে ফেলে এবং তদন্ত শুরু করে। এখন পর্যন্ত হামলাকারীদের শনাক্ত বা আটক করার বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
করোনা ও ডেঙ্গুর শঙ্কার মধ্যেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার থেকে
নিহতের মৃত্যুতে পরিবার, প্রবাসী বাংলাদেশি কমিউনিটি এবং এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply