বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) নন-ক্যাডার চাকরির পরীক্ষায় সাজেশন দেওয়ার নামে প্রতারণার অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের মূল হোতা মতিউর রহমান (৩২) কে গ্রেফতার করেছে সিআইডি। মঙ্গলবার (২ আগস্ট) জামালপুরের মেলান্দহ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।https://mascarapersonality.com/perhhxsm?key=2dca62faf602ce660bc6592a630b519b
বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডি প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সাইবার ক্রাইম ইউনিটের অতিরিক্ত ডিআইজি জাহিদুল ইসলাম।
https://mascarapersonality.com/perhhxsm?key=2dca62faf602ce660bc6592a630b519b
সিআইডি জানায়, প্রতারক চক্রটি চাকরিপ্রার্থীদের টার্গেট করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিশেষ করে ফেসবুকে বিজ্ঞাপন দিত। সেখানে লেখা হতো— “এটিইও পরীক্ষার জন্য সিক্রেট শিট, হুবহু ৮০-৯০ শতাংশ কমন”, কিংবা “শেষ মুহূর্তের সাজেশন শিট”। এসব লোভনীয় শিরোনামে প্রার্থীদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া হতো।
https://mascarapersonality.com/perhhxsm?key=2dca62faf602ce660bc6592a630b519b
সাজেশন শিটের জন্য তারা নির্ধারণ করত— পিডিএফ কপির ক্ষেত্রে ২০০ টাকা এবং কুরিয়ারের মাধ্যমে পাঠানোর ক্ষেত্রে ৩৯০ থেকে ৪৯০ টাকা। টাকা নেওয়ার জন্য ব্যবহার করা হতো বিকাশ, নগদ ও রকেট নম্বর। কিন্তু টাকা পাঠানোর পর প্রার্থীদের কাছে ভুয়া বা অকার্যকর কনটেন্ট পাঠানো হতো।
https://mascarapersonality.com/perhhxsm?key=2dca62faf602ce660bc6592a630b519b
গ্রেফতারকৃত মতিউর রহমান জামালপুরের ইসলামপুর উপজেলার মন্ডলবাড়ি নোয়ারপাড়া এলাকার বাসিন্দা। তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ জব্দ করেছে সিআইডি।
https://mascarapersonality.com/perhhxsm?key=2dca62faf602ce660bc6592a630b519b
এ ঘটনায় পিএসসির পক্ষ থেকে গত ১ সেপ্টেম্বর সিআইডির সাইবার পুলিশ সেন্টারে লিখিত অভিযোগ করা হয়। পরে শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করা হয়েছে।
https://mascarapersonality.com/perhhxsm?key=2dca62faf602ce660bc6592a630b519b
অতিরিক্ত ডিআইজি জাহিদুল ইসলাম বলেন,
“এ ধরনের প্রতারণা শুধু চাকরিপ্রার্থীদের অর্থনৈতিক ক্ষতি করছে না, বরং পিএসসির মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সুনামও ক্ষুণ্ণ করছে। চক্রটির অন্যান্য সদস্যদেরও শিগগির আইনের আওতায় আনা হবে।”
Leave a Reply