আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর কেরানীগঞ্জ উপজেলায় নির্ধারিত ১১টি অস্থায়ী গবাদিপশুর হাটের মধ্যে ৮টির ইজারা চূড়ান্ত করা হয়েছে। দীর্ঘদিন পর এবার উন্মুক্ত দরপত্রের মাধ্যমে এই ইজারা দেওয়া হয়, যা স্থানীয়ভাবে ব্যাপক সাড়া ফেলেছে।
বুধবার (২১ মে) বিকেল ৩টায় উপজেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত প্রকাশ্য দরপত্রে মিলেনিয়াম সিটি সংলগ্ন বালুর মাঠের ইজারা সর্বোচ্চ দরদাতা হিসেবে পেয়েছেন এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রাব্বি আহমেদ বকুল। তার দেওয়া ৭১ লাখ ২৪ হাজার টাকার দর সর্বোচ্চ হিসেবে গৃহীত হয়।
ইরান-ইসরায়েল সংঘাতের আশঙ্কায় তেলের দাম বৃদ্ধি
উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া জানান, ৮টি হাটের ইজারা থেকে মোট ৩ কোটি ৩০ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে। বাকি ৩টি হাটে (মোল্লা বাজারস্থ খালি মাঠ, মোল্লা বাজার পশুর হাট ও বাঘাশুর মাদ্রাসা সংলগ্ন মাঠ) কোনো দরপত্র না জমা পড়ায় জেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
ইজারা পাওয়া অন্যান্য হাট ও ইজারাপ্রাপ্তরা হলেন:
আগানগর খেলার মাঠ – আরসাদ রহমান সপু (১ কোটি ৭০ লাখ টাকা)
হাসনাবাদ বালুর মাঠ – সেলিম মেম্বার (৬১ লাখ টাকা)
জিনজিরা পশু হাট – মোসাদ্দেক আলী বাবু (১৫ লাখ ২০ হাজার টাকা)
নতুন সোনাকান্দা হাট – শাহাবুদ্দিন মেম্বার (৬ লাখ ৫০ হাজার টাকা)
রসুলপুর বালুর মাঠ – ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম (৪ লাখ ২০ হাজার টাকা)
খাড়াকান্দি বালুর মাঠ – আবু দাউদ সিকদার (২ লাখ টাকা)
রাজাবাড়ি সংলগ্ন পতিত জমি – জাহাঙ্গীর কবির (৩০ হাজার টাকা)
এনসিপির কেন্দ্রীয় সদস্য ইমরান হোসেন বলেন, “নতুন রাজনৈতিক সংগঠন হিসেবে মানুষের সেবার সুযোগ পেয়ে আমরা খুশি। ভালো ব্যবস্থাপনার মাধ্যমে আমাদের কার্যক্রম প্রমাণ করতে চাই।”
অন্যদিকে, দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক মাসুদ আলম স্বাধীন ৯ লাখ টাকা বেশি দর দিলেও শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় তার আবেদন বাতিল হয়। এ নিয়ে সামান্য উত্তেজনা তৈরি হলেও তিনি আইনি পথে বিষয়টি নিষ্পত্তির কথা জানান।
ইউএনও রিনাত ফৌজিয়া জানান, প্রতিটি হাটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ভেটেরিনারি টিম ও মনিটরিং কমিটি নিয়োজিত থাকবে। পাশাপাশি যানজট ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে কঠোর নজরদারি চালানো হবে।
Leave a Reply