ইসরায়েলের বিরুদ্ধে কঠোর সামরিক পদক্ষেপ নেওয়ার দাবিতে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইরান। শুক্রবার (১৩ জুন) দেশটির পবিত্র নগরী কোম-এ শত শত মানুষ জড়ো হয়ে ইসরায়েলবিরোধী স্লোগান দেন এবং সরকারের কাছে বড় প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
যমুনায় গোসল করতে গিয়ে অন্তঃসত্ত্বা নারী ও শিশু নিখোঁজ,উদ্ধার অভিযান স্থগিত
ইরানি সংবাদ সংস্থা তাসনিমের প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, জামকারান মসজিদ প্রাঙ্গণে বিপুলসংখ্যক বিক্ষোভকারী ইরানের পতাকা হাতে জড়ো হয়েছেন এবং ইসরায়েলের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপের দাবি তুলেছেন। রাজধানী তেহরান থেকে প্রায় ১৪০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত কোম শহরকে ইরানের অন্যতম পবিত্র স্থান হিসেবে ধরা হয়।
বিক্ষোভের পেছনে সাম্প্রতিক ইসরায়েলি হামলায় শীর্ষ সামরিক কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী, নারী ও শিশুসহ একাধিক ব্যক্তি নিহত হওয়ার ঘটনাই অন্যতম কারণ বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, ইসরায়েলের দিকে ছোড়া শতাধিক ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে প্রতিবেশী মুসলিম দেশ জর্ডান। শুক্রবার সকালে এসব ড্রোন ছোড়ে ইরান। ইসরায়েলি এবং জর্ডানের সামরিক বাহিনী জানিয়েছে, তারা আকাশপথে এসব ড্রোনকে বাধা দিয়ে সফলভাবে প্রতিহত করেছে।
ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম জানায়, ইরান সিরিয়া হয়ে ও সৌদি আরবের আকাশসীমা ব্যবহার করে ইসরায়েলের ওপর আক্রমণের চেষ্টা করেছিল। তবে ইসরায়েলি বিমান বাহিনী সময়মতো ব্যবস্থা নিয়ে তা প্রতিহত করে।
আদিম সমাজ থেকে আধুনিক আদালত পর্যন্ত
জর্ডানের সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, দেশটির আকাশসীমায় ঢুকে পড়া একাধিক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। ঘটনাস্থল থেকে দেশটির রাজধানী আম্মানে সাইরেন বাজতে শোনা গেছে।
এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন করে চরমে পৌঁছেছে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।
Leave a Reply