রাজনৈতিক দলগুলোকে সংস্কারমুখী হওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন মুরশিদ। তিনি বলেন, “গণঅভ্যুত্থানে ৩০ হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেছে এবং ১৫শ’ জন প্রাণ হারিয়েছেন। এই ইতিহাস কখনোই মুছে ফেলা যাবে না।”
শনিবার (৩ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে ওয়াটার কিপার্স বাংলাদেশ আয়োজিত ‘পিএফএস: পলিউশন অ্যান্ড পাবলিক হেলথ ইন বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
প্লাস্টিকে লুকানো মৃত্যুঝুঁকি: হৃদরোগ ও অর্থনৈতিক ক্ষতির বড় কারণ ডিইএইচপি
তিনি আরও বলেন, “পরিবেশ ধ্বংস হলে মানুষের সুরক্ষা অসম্ভব হয়ে পড়ে। তাই পরিবেশ রক্ষায় শুধু সরকার নয়, রাজনৈতিক দলগুলোকেও ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। রাসায়নিক দূষণ থেকে নদী ও জনগণকে বাঁচাতে সমন্বিত উদ্যোগ জরুরি।”
আলোচনায় গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, “রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থার পাশাপাশি পরিবেশ রক্ষায়ও নতুন চিন্তা ও কাঠামো দরকার।”
অনুষ্ঠানে গবেষক, রাজনৈতিক ব্যক্তিত্ব ও পরিবেশ আন্দোলনের কর্মীরাও অংশ নেন।
Leave a Reply