চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র জব্দ করেছে জেলা পুলিশ। শুক্রবার (২ মে) ভোর ৪টার দিকে বাঁশবাড়িয়া বাজার এলাকায় মোকছেদ আলী শাওনের ফার্নিচার দোকানের সামনে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়।
জব্দকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে—৬টি ওয়ান শ্যুটার গান, ১টি দেশীয় তৈরি রাইফেল এবং ১টি একনলা বন্দুক। এসময় মাইক্রোবাসটি থেকে মো. মনির ও হোসেন নামের দুইজনকে আটক করা হয়। তাদের একজন চালক, অপরজন সহযোগী বলে জানিয়েছে পুলিশ।
সরকারের হস্তক্ষেপ না থাকায় গণমাধ্যম সূচকে এগিয়েছে দেশ,তথ্য উপদেষ্টা
চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) রাসেল মুক্তাঙ্গঁন নিউজ-কে বলেন, “তল্লাশির সময় মাইক্রোবাসটিকে থামানোর সংকেত দেওয়া হলে চালক পালানোর চেষ্টা করে। ধাওয়া করে গাড়িটি আটক করা হয়। আমাদের কাছে তথ্য ছিল, গাড়িটিতে অস্ত্রের চালান রয়েছে।”
তিনি আরও জানান, “প্রথমে অস্ত্র পাওয়া না গেলেও তিন ঘণ্টার তল্লাশিতে মাইক্রোবাসের বিভিন্ন অংশ থেকে অস্ত্রের বিভিন্ন খণ্ড জব্দ করা হয়। অস্ত্রগুলো সিটের নিচে পাইপের সঙ্গে ও দরজার কাভারের ভেতরে কৌশলে লুকানো ছিল।”
পুলিশের দাবি, এই অস্ত্রগুলো কক্সবাজারের মহেশখালী থেকে নোয়াখালীর উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। আটক দুজনের বিরুদ্ধে সীতাকুণ্ড মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। মাইক্রোবাসটি থানা হেফাজতে রাখা হয়েছে।
চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, জননিরাপত্তা নিশ্চিত করতে চেকপোস্টে তল্লাশি অভিযান চলমান থাকবে।
Leave a Reply