“আমি পরমাণু যুদ্ধ থামিয়েছি”—ভারত ও পাকিস্তানের সাম্প্রতিক সংঘাতের অবসানে এমনই জোরালো দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
হোয়াইট হাউসে সোমবারের এক আলোচনায় ট্রাম্প জানান, তার প্রশাসনের কঠোর হস্তক্ষেপেই থেমেছে এই ভয়াবহ সংঘাত। দুই প্রতিবেশী দেশের প্রতি তাঁর স্পষ্ট হুঁশিয়ারি ছিল: “যুদ্ধ যদি বন্ধ না করো, তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে আর কোনো বাণিজ্য থাকবে না।”
ট্রাম্প বলেন, “শনিবার দুই দেশ যখন প্রায় যুদ্ধের দ্বারপ্রান্তে, তখন আমরা সরাসরি হস্তক্ষেপ করি। তাদের বলি—এবার থামো। যুদ্ধ চললে বিশ্ববাণিজ্য থেকে ছিটকে পড়বে। তারপরই তারা শান্তির পথ বেছে নেয়।”
বিশ্ব রাজনীতির এই নাটকীয় মুহূর্তের খবর প্রথম আসে ট্রাম্পের এক সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে। পরে ভারত ও পাকিস্তান উভয় পক্ষই আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতির ঘোষণা দেয়।
বিশ্লেষকরা বলছেন, এই মধ্যস্থতা যদি সত্যিই কার্যকর হয়ে থাকে, তবে এটি ট্রাম্প প্রশাসনের একটি বড় কূটনৈতিক সাফল্য। যদিও কিছু মহলে তাঁর মন্তব্য ঘিরে বিতর্কও দানা বাঁধছে—আন্তর্জাতিক সম্পর্ক কি শুধুই এমন হুমকি ও শর্তে নিয়ন্ত্রিত হয়?
Leave a Reply