রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে আজ শনিবার বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাদের সাথে পৃথক বৈঠকে বসবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (২৩ মে) দল দুইটি থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে,আজ শনিবার সন্ধ্যা ৭টায় জামায়াত এবং রাত ৮টায় বিএনপির সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা।
ঈদের আগে বেতন-বোনাস না পেলে পদযাত্রার হুঁশিয়ারি দোকান কর্মচারীদের
উল্লেখযোগ্য, সম্প্রতি রাজনৈতিক অস্থিরতা চরমে পৌঁছালে ড. ইউনূস পদত্যাগ করতে পারেন বলে গুঞ্জন ছড়ায়। তবে আজ শুক্রবার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব জানান, ড. ইউনূস পদত্যাগ করছেন না।
এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, “বিএনপি প্রধান উপদেষ্টার পদত্যাগ চায় না। তবে তিনি যদি দায়িত্ব পালন না করতে চান, তাহলে বিকল্প পথ খুঁজে নেবে জনগণ।”
অন্যদিকে, দেশের চলমান সংকট উত্তরণে সর্বদলীয় বৈঠক আহ্বানের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
Leave a Reply