
ঢাকাস্থ মার্কিন দূতাবাস বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য একটি সতর্কতা জারি করেছে। বৃহস্পতিবার (২৯ মে) দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে এই সতর্কবার্তাটি প্রকাশ করা হয়।
লোকালয়ে আশ্রয় নিয়েছে হরিণ
সতর্কবার্তায় দূতাবাস জানায়, সম্প্রতি বাংলাদেশ জুড়ে বিক্ষোভের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এ প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য পরামর্শ দেওয়া হয়েছে যেন তারা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেন। কারণ, শান্তিপূর্ণ বিক্ষোভও হঠাৎ করেই সহিংস রূপ নিতে পারে।
জাপানে বাংলাদেশি শ্রমিকের চাহিদা
দূতাবাস নাগরিকদের বড় জমায়েত ও বিক্ষোভ এড়াতে এবং আশপাশের পরিবেশ সম্পর্কে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে। এছাড়া ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা, স্থানীয় ঘটনাবলির প্রতি নজরদারি এবং নির্ভরযোগ্য সংবাদ মাধ্যমে চোখ রাখার আহ্বান জানানো হয়েছে।
Leave a Reply