অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতা উসকে দেওয়ার অভিযোগে দুই কট্টর ডানপন্থী ইসরায়েলি মন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্যসহ পাঁচটি দেশ।
দেশে করোনা সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষিতে হাসপাতালে পুনরায় করোনা পরীক্ষা শুরু করবে স্বাস্থ্য অধিদপ্তর
ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির এবং অর্থমন্ত্রী বেজালেল স্মটরিচের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, নরওয়ে ও নিউজিল্যান্ড। মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়।
নিষেধাজ্ঞার ফলে দুই মন্ত্রী যুক্তরাজ্যে প্রবেশ করতে পারবেন না এবং দেশটিতে তাদের সম্পদ জব্দ করা হবে।
যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি জানান, “বেন-গভির ও স্মটরিচ চরম সহিংসতাকে উসকে দিয়েছেন এবং ফিলিস্তিনিদের মানবাধিকার লঙ্ঘনের সুযোগ সৃষ্টি করেছেন। এ কারণে তাদের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।”
ইসরায়েল এই পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানিয়েছে। এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “নির্বাচিত প্রতিনিধিদের বিরুদ্ধে এমন নিষেধাজ্ঞা অগ্রহণযোগ্য ও নিন্দনীয়।”
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক্স (পূর্বে টুইটার)–এ দেওয়া এক পোস্টে নিষেধাজ্ঞার সমালোচনা করে বলেন, “এই সিদ্ধান্ত যুদ্ধবিরতি, জিম্মিদের মুক্তি ও যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টাকে সমর্থন করে না।” তিনি সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানান।
এ বিষয়ে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবিও এই পদক্ষেপকে “আশ্চর্যজনক” বলে মন্তব্য করেন।
অন্যদিকে, ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার জানান, এই নিষেধাজ্ঞার জবাব কীভাবে দেওয়া হবে, তা নির্ধারণে ইসরায়েলি মন্ত্রিসভা আগামী সপ্তাহে বৈঠকে বসবে।
বগুড়ার শাজাহানপুরে রাতের আঁধারে সরকারি রাস্তার গাছ কেটে নেওয়ার অভিযোগ
উল্লেখ্য, গাজা যুদ্ধ নিয়ে বিতর্কিত অবস্থান নেওয়ার কারণে এর আগেও সমালোচিত হয়েছেন স্মটরিচ ও বেন-গভির। তারা গাজা উপত্যকায় মানবিক সহায়তা পাঠানোর বিরোধিতা করেছেন এবং ফিলিস্তিনিদের গাজার বাইরে পুনর্বাসনের আহ্বান জানিয়েছেন।
Leave a Reply